নবারুণ ভট্টাচার্যের পুত্র তথাগত ভট্টাচার্য বাংলা ছবি করছেন। এই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক বছর পর বাংলা ছবিতে অভিনয় করছেন তিনি।
বেশকিছু বছর ধরেই প্রখ্যাত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় থাকেন। কিছুদিন আগেই তাঁর অভিনীত ছবি ‘থিঙ্কিং অফ হিম ‘ খবরের শিরোনামে ছিল। এই ছবিতে তিনি রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: হীরের খোঁজে বনি,সোহম
পরিচালক তথাগত এই মুহূর্তে হিমাচল প্রদেশে এই ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত। ছবির নাম ‘আকরিক’। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত কে। অন্য ঘরানার ছবি হতে চলেছে ‘আকরিক’।ছবির গল্প নিয়ে এখনই কিছু জানা না গেলেও এই ছবিটি একটি নারীকেন্দ্রিক গল্প নিয়েই চিত্রনাট্য তৈরি হয়েছে।
সম্ভবত প্রভাত রায়ের ‘লাঠি’ ছবির পর আবার একসঙ্গে কাজ করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কিছুদিন আগেই স্যোশাল মিডিয়া অভিনেত্রী ঋতুপার্ণা সেনগুপ্ত পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছিলেন হিমাচল প্রদেশে শ্যুটিংয়ের কাজে এসে দেখা হয়েছিল তাঁদের। ‘আকরিক ‘ ছবির কাজেই তিনি এখন হিমাচল প্রদেশে।বলাই বাহুল্য ভিন্ন ধর্মী এই ছবির অপেক্ষায় থাকবে দর্শক।