এইমুহূর্তে বিনোদুনিয়ায় আলোচিত অন্যতম বড় নাম ভিকি কৌশল।সৌজন্যে,প্রথমত অবশ্যই তার বিয়ের জল্পনা।শোনা যাচ্ছে,ডিসেম্বরেই বিশেষ বান্ধবী ক্যাটরিনা কাইফের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন উরি খ্যাত এই অভিনেতা।এখনও নিজে থেকে সেইকথা স্বীকার না করলেও বলিপাড়ার গুঞ্জন কিন্তু বলছে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি-ক্যাটরিনা।দ্বিতীয়ত,সদ্যই ওয়েবে মু্ক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত সর্দার উধম।ছবিতে ভিকির অভিনয় তোলপাড় ফেলে দিয়েছে তাঁর ভক্তদের মধ্যে।ভক্তরা বলছেন,এতদিনের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয়টা নাকি সর্দার উধম ছবিতেই করেছেন ভিকি।
আরও পড়ুন – প্রয়াত কন্নড় অভিনেতা পুনিত রাজকুমার
১৯৭১এর ভারত-পাক যুদ্ধজয়ের অন্যতম কাণ্ডারী সাম মানেকশ-র বায়োপিক সাম বাহাদুর ছবিতে মানেকশর ভূমিকায় যে উধম সিংয়ের অভিনেতাই থাকবেন এমনটা জানা গিয়েছিল অনেক আগেই।ছবিতে ভিকির লুকও প্রকাশ্যে এসেছে।সাম বাহাদুর-এর পরিচালনার দায়িত্বে থাকছেন মেঘনা গুলজার।শোনা গিয়েছিল চলতি বছরের শেষ দিকেই মানেকশ-র বায়োপিকের শ্যুটিং শুরু হবে।
আরও পড়ুন – ২৫০ কোটিতে রফা সেরেছেন আদিত্য
তবে সদ্যই পাওয়া খবর অনুযায়ী এই বছর নাকি ছবির শ্যুটিং শুরুর কোন সম্ভাবনায় নেই।আগামী বছরই ছবির শ্যুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।তবে কোন মাসে শ্যুটিং শুরু করবেন ভিকি এবং মেঘনা তা আগামী মাসেই জানা যাবে।
আরও পড়ুন – ক্যাট- ভিকির বিয়ের গুজব