সাম বাহাদুর-এর শ্যুটিং শুরুর প্রস্তুতি পর্ব যে চলছে পুরোদমে এমন খবর আমরা জানিয়েছিলাম কয়েকদিন আগেই।অবশেষে সোমবার থেকেই শুরু হয়ে গেল ছবির শ্যুটিং।১৯৭১ ভারত-পাক যুদ্ধজয়ের অন্যতম নায়ক ফিল্ড মার্শাল সাম মানেকশর বায়োপিক সাম বাহাদুর নিয়ে বলিপাড়ায় জল্পনা গতবছর থেকেই।মেঘনা গুলজারের পরিচালনায় ছবিতে সাম মানকশর ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল।তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে সানায়া মালহোত্রাকে।ইন্দিরা গান্ধীর ভূমিকায় নজর কাড়বেন আর এক দঙ্গল গার্ল ফতিমা সানা শেখ।ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের বলিষ্ঠ অভিনেতা নীরজ কবি।কিন্তু কবে থেকে ছবির শ্যুটিং শুরু হবে সেই নিয়ে বারবার শোনা গিয়েছে জোর গুঞ্জন।কয়েকদিন আগেই জানা গিয়েছিল সাম বাহাদুর-এর শ্যুটিং শুরুর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে।ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনও সারেন পরিচালক ও ছবির তারকারা।শেষ পর্যন্ত সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে সাম বাহাদুর ছবির শ্যুটিং।তারই ঝলক সোশ্যাল সাইটে শেয়ার করলেন রূপোলি পর্দায় সাম মানেকশ ওরফে ভিকি কৌশল।
ছবিতে ভিকির লুক নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা রয়েছে সিনেপ্রেমী মহলে।দীর্ঘ পরিশ্রম ও রিসার্চ ওয়ার্ক ও পরিকল্পনার পর ফ্লোরে এল সাম বাহাদুর।এতেই দারুণ খুশি ছবির পরিচালক মেঘনা গুলজার।সাম মানেকশর মতো একজন মহান যোদ্ধার চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন ভিকি কৌশল।এর জন্য গর্বিত তিনি।