শ্রাবন্তীর সঙ্গে প্রথম বাংলা ছবিতে অভিনয় করে প্রচারের আলোয় আসেন ভিকি দেব , ছবির নাম দৃশ্যান্তর। এবার একজন বক্সারের চরিত্রে অভিনয়ের মধ্যে সিরিয়ালে প্রত্যাবর্তন করছেন ভিকি দেব। এর আগে বেশী কিছু ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন , তার মধ্যে উল্লেখযোগ্য ‘বৌদি ডট কম’।
‘জাহনারা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন।করোনা অতিমারির জন্য কিছুদিন বিরতির পর আবার ধারাবাহিকে ফিরছেন তিনি, ধারাবাহিকের নাম ‘দেবী’, আগামী ১৩সেপ্টেম্বর থেকে ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। এই সিরিয়ালে রুদ্র নামের একজন বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই কারণেই বক্সিং অভ্যাস করছেন নিয়ম করে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে ফুকেত থেকে শিখে এসেছেন বক্সিং বিশেষ কৌশল।
আরও পড়ুন : ট্রোলিংকে গুরুত্ব দিতে চাননা ইন্দ্রনীল
দেবী ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাবে ভিকি দেব ও নিশা পোদ্দারকে।বেশকিছু পর্বের শ্যুটিংয়ের কাজ হয়েগেছে, আগামী সপ্তাহেই একটি বেসরকারি চ্যানেলে শুরু হবে ‘দেবী’।