মুম্বই : ২৮ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তির অপেক্ষায় কমেডি ফিল্ম ফুকরে ৩(Fukrey 3)।ট্রেলারের পর প্রকাশ্যে এল ছবির টাইটেল ট্র্যাক বে ফুকরে(Ve Fukrey)।তানিষ্ক বাগচির(Tanishk Bagchi) সুরে জমজমাট গানটি গেয়েছেন দেব নেগি(Dev Negi),রোমি(Romy) ও অ্যাসেস কউর(Asses Kaur)।গানের কথা সাব্বির আহমেদের(Sabbir Ahmed)। মৃগদীপ সিং লাম্বা(Mrigdeep Singh Lamba) পরিচালিত ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন পুলকিত সম্রাট(Pulkit Samrat),বরুণ শর্মা(Varun Sharma) ও মনজ্যোৎ সিং(Manjyot Singh)। সঙ্গে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি(Pankaj Tripathi) ও রিচা চাড্ডাকেও(Richa Chaddha)।ফুকরে,ফুকরে রিটার্নস-এর পর এবার বড়পর্দায় মুক্তির অপেক্ষায় ফুকরে ৩। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল দমফাটা হাসির ছবি ফুকরে।যে ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আলি ফজল,পুলকিত সম্রাট,বরুণ শর্মা,পঙ্কজ ত্রিপাঠি ও রিচা চাড্ডা। বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল মৃগদীপ সিং লাম্বা পরিচালিত ফুকরে।ঠিক তার বছর পর ২০১৭ সালে বড়পর্দায় আসে ছবির দ্বিতীয় পর্ব ফুকরে রিটার্নস।ফুকরে-র মতো কমেডি ফিল্মের সিক্যুয়েলও যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।তারপর থেকেই চলছে ফুকরে ৩ নিয়ে গুঞ্জন।ছবির দুই প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানি জানিয়েছিলেন তাঁরা ফুকরে ৩ অবশ্যই দর্শকের কাছে নিয়ে আসবেন।
২০২২সালের শুরুর দিকে অতিমারি পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পরই শুরু হয়ে যায় ছবির শ্যুটিং।গত বছরের শেষ থেকেই শোনা যাচ্ছে ফুকরে ৩-র মুক্তি নিয়ে জল্পনা।অবশেষে ৭ সেপ্টেম্বর ফুকরে ৩ মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন ফারহান-রীতেশ।কিন্তু সেই পরিকল্পনায় বাধ সাধেন শাহরুখ খান।২জুনের পরিবর্তে ৭ সেপ্টেম্বর জওয়ান মুক্তির তারিখ ঘোষণা করেন তিনি।যে কারণে ফুকরে ৩-র মুক্তি স্থগিত করে দেন প্রযোজকরা।জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি নতুন পোস্টার শেয়ার করে জানানো হয়েছে,৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর সিনেমাহলে আসবে ফুকরে ৩।গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে ছবির মজাদার ট্রেলার।অবশেষে মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক বে ফুকরে।সাব্বির আহমেদের কথায় যে গানের সুর করেছেন এক এবং অদ্বিতীয় তানিষ্ক বাগচি।গেয়েছেন ফুকরে ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি ছবির সব অভিনেতা অভিনেত্রী ফুকরে ৩ তে অভিনয় করলেও দেখা যাবে না আলি ফজলকে।থাকছেন না প্রিয়া আনন্দ ও বিশাখা সিংও। যদিও তাতে ছবির হাস্যরসে যে কোনও অভাব হবে না তা দিব্যি বুঝিয়ে দিয়েছেন পুলকিত সম্রাট,বরুণ শর্মা,মনজ্যোৎ সিং,পঙ্কজ ত্রিপাঠিরা।ফুকরে-র নতুন ছবি পর্দায় আসবে আর তাতে ভোলি পঞ্জাবনের চরিত্রে রিচা চাড্ডা অভিনয় করবেন না তাও কি হয়।এই ছবিতে স্বমহিমায় ফিরছেন দিল্লি কি ভোলি,ভোলি পঞ্জাবন।রিচা চাড্ডা যে স্বামী আলি ফজলের স্থান পূরণ করবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।