বরুণ ধাওয়ান-কৃতি স্যাননের আপকামিং ফিল্ম ‘ভেড়িয়া’-র মুক্তি নিয়ে মিলল নতুন আপডেট।আগামী বছর ১৪এপ্রিল মুক্তি পাবে ‘ভেড়িয়া’ এমনই খবর ছিল বেশ কিছুদিন আগে।একইদিনে মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ও।গত শনিবার জানা গিয়েছে ১৪ই এপ্রিলেই ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির দিন ঘোষণা করেছেন আমির খান।এরপরই বদলে গিয়েছে সমস্ত জল্পনা।শোনা গিয়েছে,একদিকে ‘লাল সিং চাড্ডা’,অন্যদিকে ‘কেজিএফ ২’,এই দুই বিগবাজেট ফিল্মের সঙ্গে বক্সঅফিসের টক্করে যেতে নারাজ ‘ভেড়িয়া’-র নির্মাতারা।এর বড়সড় প্রভাব পড়তে পারে ছবির বক্সঅফিস কালেকশনে,এমনটাই ভাবনাচিন্তা করে ‘ভেড়িয়া’-র মুক্তি পিছোনোর সিদ্ধান্ত নিয়েছেন ছবির প্রযোজক।
কিন্তু সদ্যই মিলেছে অন্য খবর।ভেড়িয়া-র অন্দর মহল সূত্রে খবর,ছবির মুক্তি পিছনোর জন্য ‘লাল সিং চাড্ডা’ কোনও ফ্যাক্টরই নয়।আসলে এর জন্য দায়ী ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।কারণ,’ভেড়িয়া’ একটি হরর-থ্রিলার ফিল্ম।কাজেই ছবিতে থাকবে ভিস্যুয়াল এফেক্টসের দুর্দান্ত কাজ।বলা যেতে পারে,ভিস্যুয়াল এফেক্টস্ই ‘ভেড়িয়া’ থেকে দর্শকদের বড়সড় পাওনা হতে চলেছে।
কিন্তু ভিস্যুয়াল এফেক্টসের বহু কাজ নাকি এখনও বাকি রয়েছে।তাই ‘ভেড়িয়া’-র পোস্ট প্রোডাকশন নিয়ে রীতিমতো চিন্তিত পরিচালক অমর কৌশিক।এপ্রিলের মধ্যে ছবির পোস্ট প্রোডাকশন শেষ হলেও তাড়াহুড়ো করে ‘ভেড়িয়া’-র মুক্তিতে নারাজ নির্মাতারা। সম্ভবত আগামী বছরের শেষদিকে ছবি মুক্তি পেতে পাবে বলেই খবর।