করোনা সংক্রমণ এবং লকডাউনের জন্য গত বছর থেকে কোন ছবিই মুক্তি পায়নি।অবশেষে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।ফের হলমুখী হচ্ছেন সিনেপ্রেমীরা।একদিকে যেমন মুক্তি পাচ্ছে নতুন ছবি,তেমনই একের পর এক নতুন ছবি মুক্তির দিনও ঘোষণা হচ্ছে।আজই জানা গিয়েছে আগামী বছর ১৪এপ্রিল মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।এবার জানা গেল পরিচালক রাজ মেহতার নতুন ছবি ‘যুগ যুগ জিও’ মুক্তির দিনক্ষণ।ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান,কিয়ারা আডবানী,অনিল কাপুর ও নীতু কাপুর।
লকডাউনের পর এই রোম্যান্টিক কমেডি ড্রামার শ্যুটিং শুটিং সেরেছেন টিম ‘যুগ যুগ জিও’।করোনা সংক্রমণের জন্য দফায় দফায় থমকেছে ছবির শ্যুটিং।অবশ্য ‘যুগ যুগ জিও’-র সিংহভাগ শ্যুটিং অনেক আগেই সেরে নিয়েছেন বরুণ-কিয়ারা-অনিল-নীতুরা।তবে সদ্যই শেষ হয়েছে ছবির পুরো শ্যুটিং।এরপরই ছবির মুক্তি নিয়ে পরিকল্পনা শুরু করে দেন প্রযোজক করণ জোহর।আগামী বছর ২৪জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘যুগ যুগ জিও’।
গত বছরই ছবি মুক্তির কথা ছিল।তবে ২০২০-র মধ্যে শ্যুটিংই শেষ করতে পারেননি পরিচালক রাজ মেহতা।শ্যুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন বরুণ,নীতু,অনিল সহ টিম ‘যুগ যুগ জিও’-র বহু কলাকুশলী।করোনার কবলে পড়েছিলেন পরিচালক নিজেও।অবশেষে মুক্তি পাচ্ছে ছবি,এই সুখবরেই ছবির অভিনেতা ও কলাকুশলীরা দারুণ খুশি।