অভিনয়ের মতো ডান্সটাও যে বরুণ ধাওয়ান খুব ভালো পারেন,সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন অভিনেতা।সদ্যই পরিচালক রাজ মেহতার যুগ যুগ জিও-ছবির একটি পার্টি সং-এর শ্যুটিং সেরেছেন বরুণ।গানটিতে বরুণের সঙ্গে দেখা যাবে অনিল কাপুরকেও।গতবছরই শেষ হয়ে গিয়েছিল যুগ যুগ জিও-র শ্যুটিং।ছবিতে বরুণ ধাওয়ান এবং অনিল কাপুর ছাড়াও দেখা যাবে কিয়ারা আডবানি এবং নীতু কাপুরকে।ছবির শ্যুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন বরুণ,নীতু সহ বহু কলাকুশলী।
আরও পড়ুন – প্রযোজক-নায়িকা কাজিয়া
ছবির সমস্ত শ্যুটিং মিটে গেলেও বাকি ছিল একটি পার্টি সং এর শ্যুটিং।সদ্যই সেই গানেরই শ্যুটিং সেরেছেন বরুণ এবং অনিল।শোনা যাচ্ছে এই গানে বরুণ ধাওয়ান তো দুর্দান্ত বটেই।কিন্তু ধামাল মাচিয়ে দিয়েছেন অনিল কাপুর।চলতি বছরেই মুক্তি পাবে রাজ মেহতার পরিচালিত যুগ যুগ জিও।
আরও পড়ুন – অরুণাচলে মুগ্ধ বরুণ