ওয়েব ডেক্স: ৬৪ বছরের নায়কের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে উদ্দাম নাচ। নাচ দেখেই নেটিজেনদের একাংশের রোষানলে পড়েছেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বাবার বয়সি নায়কের সঙ্গে এমন ভাঙ্গিমায় নাচ! সেই প্রশ্ন তুলে করা হয়েছে বিদ্রুপ।
ইদানীং হিন্দি সিনেমায় খুব একটা বেশি দেখা মেলেনা ত্রিশ বছর বয়সী নায়িকার। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। মাঝে ঋষভ পন্থের সঙ্গে নাম জড়িয়ে সংবাদের শিরোনামে আসেন।
আরও পড়ুন: ভালোবাসা আদরে মাখা হানিমুনের ছবি শেয়ার করলেন সিন্ধু
সম্প্রতি তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানের ভিডিওর জন্য কটাক্ষের শিকার নায়িকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণর সঙ্গে যেভাবে অভিনেত্রী নেচেছেন তা দৃষ্টিকটু। যার জেরে কটাক্ষের শিকার হয়েছেন নায়িকা। দেখে নিন ভিডিও…।
Ninna #Peelings… Ippudu #DabidiDibidi…
Enti Shekar sir ee Choreography 😵💫😵💫😵💫#DaakuMaharaaj pic.twitter.com/pUMVuT179C
— NEWS3PEOPLE (@news3people) January 2, 2025
দেখুন আরও খবর: