পুরনো ছবির গানের নেপথ্য কাহিনি শুনতে কার না ভাল লাগে? উর্মিলা মাতন্ডকরের ‘রঙ্গিলা’ তো সকলেই দেখেছেন! কিন্তু জানেন কি রঙ্গিলার গানেই লুকিয়ে আছে রহস্য?
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল উর্মিলা মাতন্ডকর- আমির খানের ছবি ‘রঙ্গিলা’। ছবিতে ছিলেন জ্যাকি শ্রফও। রঙ্গিলার অন্যতম সুপারহিট গান ছিল ‘তানহা তানহা’। গান রীতিমতো হিট ছিল। সম্প্রতি ‘তানহা তানহা’ নিয়ে না জানা গল্প শোনালেন উর্মিলা! গানে উর্মিলার সঙ্গে দেখা গিয়েছিল জ্যাকিকে। এই গানেই জ্যাকি শ্রফের গেঞ্জি পরেছিলেন উর্মিলা। উর্মিলার মতে, গানের জন্য আগে থেকে কোনও রিহার্সাল করেননি তাঁরা। গানের কস্টিউমের কথা শোনার পর জ্যাকিই উর্মিলাকে তাঁর গেঞ্জি পরার প্রস্তাব দেন। প্রস্তাবে প্রথমে একটু ঘাবড়ে গেলেও শেষমেশ রাজিও হয়ে যান উর্মিলা। আর দিব্যি জ্যাকির গেঞ্জিতেই বাজিমাত করেন রঙ্গিলা গার্ল।
আরও পড়ুন : একাই রাজ করবে ‘৮৩’
‘তানহা তানহা’ রিলিজের পর গানে তাঁর পারফর্মেন্সের জন্য রীতিমতো প্রশংসা পান উর্মিলা। দর্শকের মনে আলাদা জায়গাও করে নিয়েছিলেন তিনি। গান হিট হওয়ার পর অবশ্য জ্যাকিকে তাঁর ‘অদ্ভুত প্রস্তাবের’ জন্য ধন্যবাদ দিতেও ভোলেননি উর্মিলা মাতণ্ডকর!
আরও পড়ুন : ‘চ্যাম্পিয়ন অফ চেঞ্জ’ দিয়া