মুম্বই : এবার ওটিটিতে(Ott Platform) আসছে ও মাই গড ২(OMG 2)-র আনকাট ভার্সন(Uncut Version)।বক্স অফিসে(Box Office) ভাল ফল করতে ব্যর্থ হয়েছে খিলাড়ি কুমারের(Khiladi Kumar) নতুন ছবি।সব মিলিয়ে ছবির বক্স অফিস কালেকশন ১৩০কোটির মত।তাই ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দিয়ে বাজিমাত করতে চান নির্মাতারা।বড়পর্দায় মুক্তির আগে ছবির বেশ কিছু সংলাপ(Dialouge) ও দৃশ্যে(Scene) কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড(CBFC)।ছবিতে ভগবান শিবের(Lord Shiva) চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে(Akshay Kumar)।মুক্তির আগে এমনটাই জানা গিয়েছিল।কিন্তু শেষ পর্যন্ত সিবিএফসির আপত্তিতে তা বদলানো হয়।শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেবের দূতের ভূমিকায় পর্দায় অবতীর্ণ হয়েছেন বলিউডের খিলাড়ি।যা দেখে অনেক দর্শকেরই ভ্রু কুঁচকেছে।ওএমজি ২ ঘিরে সকলের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত ছবি দেখে হতাশ হয়েছেন দর্শকের একাংশ।অবশ্য এবার ওটিটিতে ছবির ওরিজিনাল ভার্সন দেখার সুযোগ মিলতে চলেছে।কারণ,খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ওএমজি ২-র আনকাট ভার্সন।এমনটাই পরিকল্পনা করেছেন নির্মাতারা।
গত ১১ অগস্ট সিনেমাহলে মুক্তি পেয়েছে পরিচালক অমিত রাইয়ের ছবি ও মাই গড ২।সিক্যুয়েল ফিল্মে ভগবান শিবের একজন দূতের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার।ছবিতে আস্তিক ভক্ত কান্তি স্মরণ মুদগলকে সঠিক পথ দেখিয়েছেন তিনি।কান্তি স্মরণের চরিত্রে রয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি।আইনজীবী কামিনী মাহেশ্বরীর ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম।ও মাই গড ২ তে যৌনশিক্ষার প্রয়োজনীয়তার পাঠ দিয়েছেন ভগবান শিবের দূত অক্ষয় কুমার।ছবি দেখে দর্শকের একাংশ মুগ্ধ হলেও ভ্রু কুঁচকেছেন কেউ কেউ।ছবি নিয়ে মোটেও তেমন পজিটিভ রিভিউ হয়নি।কাজেই বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে ও মাই গড ২।নির্মাতাদের দাবি,তাঁরা একটি দুর্দান্ত ছবি নির্মাণ করেছিলেন।দর্শকদের মন জয় করবে ছবি এমনটাই বিশ্বাস ছিল।
কিন্তু সিবিএফসির সার্টিফিকেশনের সময় সব কিছু ঘেঁটে যায়।ছবির বেশ কিছু সংলাপ ও দৃশ্যে কাঁচি চালায় সেন্সর বোর্ড।এমনকি ভগবান শিব থেকে মহাদেবের দূতে ভূমিকায় পরিবর্তিত করা হয় অক্ষয় কুমারের চরিত্র।অবশ্য এখনই হার মানতে নারাজ প্রযোজনা সংস্থা।কারণ খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে ও মাই গড ২-র আনকাট ভার্সন মুক্তি দিতে চান তাঁরা।এবার দর্শক দেখে বিচার করুক কেমন ছবি পরিবেশনা করতে চেয়েছিলেন তাঁরা।ওএমজি ২-র আনকাট ভার্সন দেখার জন্য যে বহু মানুষ অপেক্ষায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।খুব শীঘ্রই ছবির ওটিটি রিলিজের দিনক্ষণ ঘোষণা হতে পারে।