কলকাতা: এবছর ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শর্ট অ্যান্ড ডকুমেন্টারি প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে তথ্যচিত্র উমা। বিষয় ভাবনায় বরাবরই নতুনত্ব কিছু উপহার দিয়ে থাকেন তথ্যচিত্র নির্দেশক অবন্তী সিনহা। তাঁর এবারের তথ্যচিত্রটি বায়োগ্রাফিকাল। নাম ‘উমা’।ভাস্কর উমা সিদ্ধান্তকে নিয়েই তাঁর এই তথ্যচিত্র।
কিন্তু কেন উমা সিদ্ধান্তকে নিয়ে তথ্যচিত্র করার এই ভাবনা? নির্দেশক অবন্তী বলেন, ‘১৯৫২ সালে, আমাদের কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস-এ যখন ভর্তি হতে যান উমা, তখন মহিলা বলে তাঁকে ভাস্কর্য বিভাগে ভর্তি হওয়া থেকে নিরস্ত করার চেষ্টা করেন কলেজ কর্তৃপক্ষ। শারীরিক পরিশ্রমে মেয়েরা পেরে উঠবে না ভেবে নিয়ে, মহিলাদের ভর্তি নেওয়া হতো না ওই বিভাগে। কিন্তু উমা সেই ব্যতিক্রমী শিল্পী যিনি এই ধারণা ভেঙে দিলেন প্রথম মহিলা ভাস্কর হিসেবে ওই কলেজ থেকে ডিগ্রি অর্জন করে। উমা বহু মানুষের কাছে, বিশেষ করে মেয়েদের কাছে অনুপ্রেরণার আইকন হতে পারেন বলেই আমার বিশ্বাস।’
আরও পড়ুন: অস্কারের দৌড়ে বিক্রম ঘোষের মিউজিক, ইমনের গান
উমা সিদ্ধান্তের জীবনের জার্নিটাকে ধরতে চাওয়া হয়েছে ডকুমেন্টারিতে। নব্বই পেরোনো এই শিল্পীর ব্যক্তিজীবন, শিল্পীজীবন প্রভৃতি জানার সুযোগ মিলেছে ছবিতে। অবন্তী আরও জানান, ‘বর্তমানে ডিমেনশিয়া আক্রান্ত শিল্পী, স্মৃতিভ্রংশ ও বার্ধক্যের সমস্যায় জর্জরিত। কিন্তু এক আশ্চর্য মায়ার সাম্রাজ্যে তাঁর বিচরণ।এই কাল্পনিক জগতে আজও ভাষ্কর্য তৈরি করে চলেছেন উমা। আমি তাঁর বর্তমান অবস্থাটা যেমন তথ্যচিত্রে রেখেছি, তেমনই তুলে ধরতে চেয়েছি উমা সিদ্ধান্তের সম্পূর্ণ শিল্পী সত্তাটাকে।
অবন্তী এর আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রযোজনায় ‘ইন সার্চ অফ পরভা ছৌ’ নামের একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন এক বিরল ঘরানার ছৌ নাচের উপর। সিকিম সরকারের প্রযোজনায় ‘ভূমচু’ তথ্যচিত্রটি তৈরি করেন বৌদ্ধ জল সংরক্ষণের আচারকে ঘিরে।ছবিটি ইতালির দুটি উল্লেখযোগ্য ফিল্ম উৎসবে প্রদর্শিত হয়। এছাড়া নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কেন্দ্রে রেখে তৈরি করেছেন এনএফডিসি প্রযোজিত ‘ওয়ার অ্যান্ড ওয়ারশিপ’। তিনটি ছবিই দেশবিদেশের নানা চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে। ‘পরভা’ এবং ‘ওয়ার অ্যান্ড ওয়ারশিপ’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় যথাক্রমে ২০২১ ও ২০২২ সালে। উমা তাঁর চতুর্থ তথ্যচিত্র। এই ছবিটি ৫ ডিসেম্বর প্রদর্শিত হবে শিশির মঞ্চে সন্ধ্যা ৬.৩০টায় এবং ৬ ডিসেম্বর দেখানো হবে নন্দন ৩ প্রক্ষাগৃহে, বিকেল ৫টায়।
দেখুন অন্য খবর
The post ৩০তম KIFF-এ থাকছে উমা সিদ্ধান্ত-কে নিয়ে তথ্যচিত্র first appeared on KolkataTV.
The post ৩০তম KIFF-এ থাকছে উমা সিদ্ধান্ত-কে নিয়ে তথ্যচিত্র appeared first on KolkataTV.