মুম্বই : গদর ২(Gadar 2)-র নির্মাতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সুরকার উত্তম সিং(Uttam Singh)।বক্সঅফিসে ঝড় তুলেছে সানি দেওল(Sunny Deol),আমিশা প্যাটেল(Ameesha Patel) অভিনীত ছবি গদর ২।ইতিমধ্যেই ছবির বক্স অফিস কালেকশন(Box Office Collection) ৪২০ কোটি টাকার মতো।ছবির গল্পের মতো গানও দর্শকমহলে দারুণ জনপ্রিয় হয়েছে।উড় যা কালে কাভা(Udd Jaa Kaale Kaava) এবং ম্যায় নিকলা গাড্ডি লেকে(Main Nikla Gaddi Leke) প্রথম গদর-এর এই দুটি গান ব্যবহার করা হয়েছে গদর ২-তে। ছবির জন্য গান দুটি রিক্রিয়েট করেছেন সুরকার মিঠুন(Mithoon)।এতেই বেজায় চটেছেন প্রথম গদর-এর মিউজিক ডিরেক্টর উত্তম সিং।সদ্যই একটি ইন্টারভিউতে বর্ষীয়ান সুরকার জানিয়েছেন,তাঁর কোনওরকম অনুমতি না নিয়েই জনপ্রিয় গানদুটি গদর ২ তে ব্যবহার করেছেন নির্মাতারা।এমনকি ছবির আবহসংগীতেও তাঁর সুর রয়েছে বলেই দাবি করছেন উত্তম সিং।নির্মাতাদের এহেন কাজে রীতিমতো ক্ষুব্ধ সুরকার।
বলিউডের অন্যতম সেরা সুরকার বলে পরিচিত উত্তম সিং।দিল তো পাগল হ্যায়,দুশমন,গদর,দ্য হিরো-র মতো বেশ কিছু বক্সঅফিস কাঁপানো ছবির গানে সুর করেছেন তিনি।২০০১সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ছবি গদর উত্তম সিংয়ের মিউজিক্যাল কেরিয়ারের অন্যতম মাইলস্টোন বলেই মনে করেন তাঁর ভক্তরা।সদ্যই মুক্তি পেয়েছে গদর-এর সিক্যুয়েল গদর ২।যে ছবিতে উত্তম সিংয়ের সুর করা ম্যায় নিকলা গাড্ডি লেকে এবং উড় যা কালে কাভা গানের ব্যবহার করেছেন নির্মাতারা।নতুন ভাবে গান দুটি তৈরি করেছেন সুরকার মিঠুন।উত্তম সিং সম্প্রতি একটি ইন্টারভিউতে গদর ২-র নির্মাতাদের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছেন।তিনি জানিয়েছেন,ছবির পরিচালক অনিল শর্মা কিংবা প্রযোজনা সংস্থার তরফে কেউই তাঁর কাছে এই জনপ্রিয় গান দুটি ব্যবহারের জন্য অনুমতি নেননি।এমনকি ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরেও তার সুর রয়েছে। বিষয়টি জানানোর জন্য কেউ একবার ফোন করারও প্রয়োজন মনে করেননি।ইদানিং খুব একটা ছবির জন্য সুর করেন না উত্তম সিং।ফোন করে কাজ চাওয়ার কোনওদিনই অভ্যেস নেই তাঁর।কিন্তু নির্মাতাদের এইরকম ব্যবহারে বেজায় দুঃখ পেয়েছেন বলিউডের এই বর্ষীয়ান সুরকার।