মা ডিম্পল কাপাডিয়ার জন্মদিন ৮ জুন প্রতিবারই মেয়ে টুইংকেল খান্না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। এবছর ৬৫ তম জন্মদিন সেলিব্রেট করছেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। সোশ্যাল মিডিয়ায় মাকে বিশ্বের সবথেকে সুন্দরী মহিলা বলে উল্লেখ করেন। বলিউডে তাঁর বর্ণময় জীবনের কথা সাধারণ দর্শকদের থেকে শুরু করে তার বিশেষ অনুরাগীরা সকলেই জানেন। ৬৫ বছর বয়সেও তিনি এখনও যথেষ্ট সুন্দরী। জনপ্রিয় ছবি ‘ববি’ দিয়ে শুরু হয়েছিল তাঁর বলিউড কেরিয়ার। এ ছবিতে তার বিপরীতে ছিলেন বলিউডের হার্টথ্রব ঋষি কাপুর। ছবিতে এই জুটি বলিউডে নতুন ইতিহাস তৈরি করেছিল। কিন্তু টেম্পল এই ছবির পরে রাজেশ খান্নাকে বিয়ে করে সম্পূর্ণ ঘরোনি হয়ে যান। দুই মেয়ে টুইংকেল এবং রিঙ্কিকে নিয়ে ডিম্পল সুখী সংসার যাপন করতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই রাজেশ খান্নার সঙ্গে আইনত বিবাহবিচ্ছেদ না হলেও দুজনের পথ আলাদা হয়ে যায়। দীর্ঘ ১১ বছর পর তিনি আবার বলিউডের পর্দায় ফিরে আসেন। কামব্যাক সেই ছবিতে তাঁর নায়ক ছিলেন ঋষি কাপুর। যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেই ‘সাগর’ ছবি। শুধু ঋষি নয় সে ছবিতে নায়ক ছিলেন যিনি কমল হাসান। রাজেশ খান্নার সঙ্গে ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হলেও সুপারস্টার এর শারীরিক অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন তিনি আবার তার কাছে ফিরে আসেন। দেখাশুনা করেন তাঁর। তাঁর বর্ণময় জীবনের নানান কাহিনী শোনা যায়। ডিম্পল এবং সানি দেওয়ালকে নিয়ে বরাবরই বলিউডে চলেছে গুঞ্জন। এমনকি রাজেশ খান্না মারা যাবার পরেও দুজনকে একসঙ্গে লন্ডনে দেখা গেছে। সেই সব ছবি ভাইরালও হয়েছে। প্রতিবছর জন্মদিনে মাকে টুইংকেল-রিংকি বিশেষ মধ্যাহ্নভোজন নিয়ে যায়। আজ ডিম্পল এর জন্মদিনে বিশেষ কি ব্যবস্থা করেছেন তার মেয়েরা তা জানতে অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।