ওয়েবডেস্ক: ফারহা খানের ওম শান্তি ওম সিনেমা দিয়ে শুরু করেছিলেন। আত্মপ্রকাশেই শাহরুখ খানের বিপরীতে ঝড় তুলেছিলেন ওই সিনেমায়। সেই শুরু প্রাক্তন ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকার (Deepika Padukone) সুহানা সফর। কার্যত যে সিনেমায় অভিনয় করেছেন বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়েছে। বলিউডের পুরস্কার মঞ্চ থেকে রিয়েলিটি শো সর্বত্র আলো দীপিকাই। চলচ্চিত্র বোদ্ধারা অনেকেই বলছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার পরে আরও এক সুপারস্টার নায়িকার আবির্ভাব। ইদানীং দক্ষিণী সিনেমায় মন দিয়েছিলেন দীপিকা। অন্য বলিউডি অভিনেতা, অভিনেত্রীদের মতোই। সে তো শাহরুখের সঙ্গে চেন্নাই এক্সপ্রেস দিয়েই তাঁর দক্ষিণী ঘরানায় বলিউড সিনেমার অভিজ্ঞতা হয়েছে। দীপিকাকেই না কি এবার সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে! যে খবরে শনিবার চলচ্চিত্র মহলে গুঞ্জন ছড়িয়েছে। অ্যানিম্যাল সিনেমা খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandip Reddy Bhanga) সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সেই জল্পনা ছড়িয়েছে।
স্পিরিট নামে নতুন সিনেমা পরিচালনা করছেন সন্দীপ। ওই সিনেমায় বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের বিপরীতে নায়িকা হওয়ার জন্য প্রথম পছন্দ ছিল দীপিকা পাড়ুকোন। সব ঠিক ছিল। তবে জল্পনা ছড়িয়েছে দীপিকার অপেশাদার বা যাচ্ছেতাই চাহিদায় বীতশ্রদ্ধ হয়ে সিদ্ধান্ত বদলেছেন পরিচালক। তিনি বদলে তৃপ্তি দিম্রিকে (Tripti Dimri) কাস্ট করেছেন। তৃপ্তিকে কাস্ট করার কথা এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন সন্দীপ।
আরও পড়ুন: ফের মা হতে চলেছেন আলিয়া?
একটি সূত্রে দাবি করা হয়েছে, দীপিকা স্পিরিট (Spirit) সিনেমার জন্য দিনে ৬ ঘণ্টার বেশি শ্যুট করতে রাজি হননি। এমনকী এটাও বলা হয় শ্যুটিং ১০০ দিনের বেশি এগোলে আলাদা করে প্রতিদিনের জন্য টাকা দিতে হত দীপিকাকে। তবে এই বিষয়ে মুখ খোলেননি সিনেমার পরিচালক।
দেখুন অন্য খবর: