ওয়েব ডেস্ক: চলতি বছরের শেষের দিকেই বলিউডের কিং শাহরুখ খান (Shah Rukh Khan) পা দেবেন ৬০ বছর বয়সে। এই বয়সে এসেও তাঁর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। তাঁর নতুন ছবির ঘোষণা দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। তবে এবার শুধু শাহরুখ নয়, বলিউডে (Bollywood) ঝড় তুলতে আসছে তিন হেভিওয়েট তারকা। দীর্ঘ প্রায় তিন দশক পর আবারও একসঙ্গে বলিউড কাঁপাতে আসছে অনিল কাপুর, (Anil kapoor) জ্যাকি শ্রফ(Jackie Shroff) এবং শাহরুখ খান। শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’- (King)এ দেখা যাবে এই তিন তারকাকে।
উল্লেখ্য, ‘কিং’ ছবির আগে নব্বইয়ের দশকে এই তিন তারকাকে একসঙ্গে ‘ত্রিমূর্তি’ (Trimurti) ছবিতে প্রথম ও শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল। তাই বহু বছর পরে এই তিন তারকাকে একসঙ্গে একই ছবিতে দেখার আগ্রহ বাড়বে দর্শকদের মধ্যে। বলিউড (Bollywood) সূত্রে জানা গিয়েছে, আগামী সিনেমা কিং-এ হাত ধরে ফের একই পর্দায় দেখা যাবে এই তিন তারকাকে।
আরও পড়ুন: ভারত-পাক সাম্প্রতিক পরিস্থিতিতে ছবিতে ‘র’-‘আইএসআই’ এজেন্টদের প্রেম দেখানো যাবে না!
কবে শুরু হবে আসন্ন কিং-এর শুটিং?
ইতিমধ্যেই কিং-এর শুটিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মে এই ছবির শুটিং শুরু হতে চলেছে। বলি পাড়ার অন্দরে এই ছবির চরিত্র নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে যে, শাহরুখের মেন্টরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুরকে। তবে জ্যাকি কোন চরিত্রে অভিনয় করবেন সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। শাহরুখের নতুন ছবি ‘কিং’ বলিউডে কতটা রাজত্ব করতে পারে এবার সেটাই দেখার।
দেখুন আরও খবর: