মহামারীর কালে বিনোদনের চেনা ছকটাই যেন বদলে গেছে। মুক্তির ঠিক আগে আগেই করোনার কারণে আটকে গিয়েছিল দুটো বিগ বাজেট বলিউড ছবির মুক্তি। তাদের মধ্যে একটি ‘সূর্যবংশী’ এবং অন্যটি ‘৮৩’। শেষ পর্যন্ত ‘সূর্যবংশী’ মুক্তি পেলেও এখনও আটকে ‘৮৩’-র রিলিজ। এবার শোনা যাচ্ছে ডিসেম্বরের পয়লা তারিখেই নাকি আসতে চলেছে কবীর খানের ছবির ট্রেলার।
শ্যুটিং শুরুর সময় থেকেই আলোচনার কেন্দ্রে ছিল ‘৮৩’। কপিল দেবের বায়োপিকে কপিলরূপে রণবীর সিং-কে দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। ছবির পোস্টার দর্শকের সেই চাহিদা মেটালেও ট্রেলার দেখার মজাটাই আলাদা! আর তাই ‘৮৩’-র ট্রেলারের জন্য অপেক্ষাটা ছিলই। সেই অপেক্ষাটাই মিটবে ডিসেম্বরের ১ তারিখ।
২৪ ডিসেম্বর মুক্তি পাবে কবীর খানের ছবি। মুক্তির ২৪ দিন আগে ট্রেলার আসার পর একে একে ছবির বাদবাকি প্রোমোশন শুরু করবে টিম ‘৮৩’। ওয়াকিবহাল মহল মনে করছে ছবি রিলিজের দিন ২৪ আগে ট্রেলার প্রকাশ্যে এলে ছবির প্রতি দর্শকের আকর্ষণ টানটান থাকবে।
মহামারীর কালের আগে ঠিক ছিল মুম্বইয়ের এম এম আর ডি এ মাঠে জমজমাট ইভেন্টে সামনে আসবে ‘৮৩’-এর ট্রেলার। মহামারীর পরবর্তী সময়ে টিম ‘৮৩’-র ট্রেলার লঞ্চ নিয়ে কী প্ল্যানিং রয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি!