অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি ‘তখন কুয়াশা ছিল’ আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। সৈয়দ মুস্তাফা সিরাজ এর উপন্যাস ‘তখন কুয়াশা ছিল ‘ থেকে গল্প নিয়ে পরিচালক শৈবাল মিত্র এই ছবি তৈরি করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায় বাসবদত্তা চট্টোপাধ্যায় , পার্থ নাগ প্রমুখ।
রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি যেকোন সময়ে প্রাসঙ্গিক। শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের কথায় এই ছবির শ্যুটিংয়ের কাজ করতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন, বহু পুরনো গল্প শোনার সুযোগ পেয়েছিলেন। এই গল্পে বাসবদত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন, তাঁর মতে একটু গ্রে শেড রয়েছে চরিত্রে।
রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনেসাধারণ জনগণের কী পরিবর্তন হয় সেই দিকেই দেখানো হয়েছে। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। দর্শকদের বেশ পছন্দ হয়েছে।আগামী ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। দীপাবলির মরসুমে এই ছবি দর্শকদের পছন্দ হবে বলেই আশা রাখছেন ছবির কলাকুশলীরা।