পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন ‘ অবশেষে মুক্তি পাচ্ছে। এই খবর আগেই ছিল। এবার এই ছবির ট্রেলার মুক্তি পেলো দর্শকদের সামনে। আগামী ৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। মিশর রহস্য ও ইয়েতি অভিযানের পর কাকাবাবু সিরিজের এই ছবিতেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্তুর ভূমিকায় থাকছেন আরিয়ান ভৌমিক। অন্যদিকে গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।
করোনার জেরে লকডাউনের বহু আগেই এই ছবির শ্যুটিংয়ের কাজ হয়ে গিয়েছিল। তবে বারংবার মুক্তির তারিখ ঘোষণা হয়েও ছবি পর্দায় আসতে পারেনি। তবে এবার অবশ্যই আসছে কাকাবাবু তাঁর অ্যাডভেঞ্চার নিয়ে।
মরুভূমি,পাহাড়ের পর এবার আফ্রিকার জঙ্গলে নানা কান্ডকারখানা দেখাবে বাংলার রাজা রায়চৌধুরি ওরফে কাকাবাবু।
আফ্রিকার জঙ্গলে শ্যুটিংয়ের নানা রোমাঞ্চকর দৃশ্য চোখে পড়ছে এই ছবিতে।মরুভূমি, পাহাড়ের পর এবার পৃথিবীর গভীরতম জঙ্গলে বাঘ সিংহের ডেরায় নতুন রহস্য ভেদ করবে কাকা ভাইপো জুটি। আপাতত রইল ছবির কিছু ঝলক।
প্রসঙ্গত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের দুটি ছবি একই দিনে মুক্তি পাচ্ছে। হিন্দিতে তাঁর ছবি ‘সাবাশ মিতু’ ও বাংলায় মুক্তি পাবে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন ‘। সম্ভবত ভারতীয় ছবির ইতিহাসে সৃজিত এটি একটি রেকর্ড করতে চলেছে। এবার দেখার বিষয় বক্স অফিসে পরিচালকের কোন ছবি এগিয়ে থাকে।