কলকাতা: ইতিহাস তৈরি করেছে ভারত (India)। গোটা দেশ প্রহর গুণছিল, কখন চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩ (Chandrayaan3)। অবশেষে প্রতীক্ষার শুভ অবসান। বুধবার সন্ধে ৬টা ৪। রোভার প্রজ্ঞানকে কোলে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ল্যান্ডার বিক্রম! উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা দেশ। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সিনেমা জগতের তারকা থেকে সাধারণ মানুষ, ভারতের নানা প্রান্তে দেখা গেল উদযাপনের ছবি।
নিজের জনপ্রিয় গানের লাইন লিখে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। অভিনেতা লেখেন, ‘চাঁদ তারে তোর লাউঁ, সারি দুনিয়া পর ম্যায় ছায়ুঁ… আজ ভারত ও ইসরো সারা দুনিয়ায় ছেয়ে গিয়েছে। যাঁরা ভারতকে আজ গর্বিত করলেন, সেই সমস্ত মহাকাশবিজ্ঞানীদের শুভেচ্ছা। চন্দ্রযান ৩ চাঁদের মাটি ছুঁল।’ হৃতিক রোশন লিখেছেন, ‘যেভাবে আমাদের দেশবাসী তাঁদের সেরাটা দিয়ে সাফল্য ছিনিয়ে এনেছে তার সাক্ষী থাকতে পেরে গর্বে আমার হৃদয় বিগলিত। ইসরোর গোটা টিমকে আমার শ্রদ্ধা। লুনার এক্সপ্লোরেশন মিশনের সমস্ত জিনিয়াসদের শুভেচ্ছা।’
অক্ষয় কুমার লিখেছেন, ‘আজ কোটি কোটি মানুষ মন থেকে ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে গর্বিত। ভারত চাঁদের দেশে আর আমরা সপ্তম স্বর্গে।’ মাধবন লেখেন, ‘এই সাফল্য বর্ণনা করার কোন শব্দই যথেষ্ট নয়। জয় হিন্দ। গর্বে আমার হৃদয় বিগলিত’। উচ্ছ্বস প্রকাশ করে টুইট করেছেন অনিল কাপুর, সানি দেওল, ভিকি কৌশল, ইয়ামি গৌতমরাও।
আরও পড়ুন:Ramayana | Yash | রামায়ণের লুক টেস্টে সুপারস্টার যশ,ছবিতে থাকছেন না আলিয়া
পিছিয়ে নেই টলি তারকারাও। টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘গর্বের মুহূর্ত। জয় হিন্দ।’ জিৎ লিখেছেন, ‘ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। মহাকাশচর্যায় ভারত আরও একধাপ এগিয়ে গেল। ইসরোর গোটা টিমকে শুভেচ্ছা। অক্লান্ত অধ্যাবসায়ে সফল ইসরো। জয় হিন্দ। আমি গর্বিত ভারতবাসী।’ দেব লিখেছেন, ‘বন্দেমাতরম। জয় হিন্দ।’ অভিনেত্রী সায়ন্তিকা লিখেছেন, ‘এবার আমরা লিখতেই পারি লাভ ইউ টু দ্য মুন অ্যান্ড ব্যাক। ধন্যবাদ ইসরো।’ সায়নী ঘোষ লিখেছেন, ‘গর্ব, সম্মান, জয় এবং গৌরবান্বিত ভারত। ইসরোকে অনেক ভালোবাসা।’ মিমি চক্রবর্তী লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। অসাধারণ অ্যাচিভমেন্ট।’ স্বস্তিকা লেখেন, ‘চাঁদে ভারত’।