কলকাতা: টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী (Actress) হলেন গীতশ্রী রায় (Geetashree Roy)। ২০১১ সালে বাংলা ধারাবাহিক ‘রাশি’-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ গীতশ্রীর। বর্তমানে নতুন ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে, পৃথ্বীরাজ ওরফে মানিকের মায়ের চরিত্রে অভিনয় করছেন। টলিপাড়া সূত্রে খবর, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গীতশ্রী রায়।
নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও রাখঢাক করেননি গীতশ্রী। ফুটবল তারকা প্রবীর রায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তারপর থেকেই অনুরাগীদের কৌতূহল, কোথায় যাচ্ছেন অভিনেত্রী? অবশেষে তার পরে সমাজমাধ্যমে স্পষ্ট হল সবটাই। মনের মানুষের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি। কখনও একসঙ্গে প্রাতরাশের ছবি, তো কখনও পাহাড়ের কোলে একসঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে চলেছেন গীতশ্রী। অনুরাগীদের একাংশের প্রশ্ন, তা হলে কি এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গীতশ্রী-প্রবীরও। নায়িকা অবশ্য এর উত্তরও দিয়েছেন।
বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী অবশ্য জানিয়েছেন, এই মুহূর্তে তিনি বিয়ের কথা ভাবছেন না। বিয়ের পরিকল্পনা সারতে এখনও অনেকটাই সময় রয়েছে।