করোনা বিধি অনুযায়ী এখনো বলবৎ রয়েছে নাইট কার্ফু। প্রশাসনের তরফে বারবারই বলা হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও কঠোরভাবে মানতে হবে নাইট কার্ফু। এবার সেই নাইট কার্ফু ভাঙার অপরাধে মোটর ভেহিক্যাল আইনে জরিমানা দিতে হলো টলি অভিনেত্রী ইশা সাহাকে। নিজের কাজ সেরে ফেরার সময় সল্টলেক ৪ নম্বর গেটের কাছে নাকা চেকিং চলাকালীন অনেক রাতে ইশার গাড়ি পুলিশ আটকায়। বিধান নগর উত্তর থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। কেন তিনি নাইট কার্ফু না মেনে রাস্তায় নেমেছেন সে ব্যাপারে পুলিশ জিজ্ঞাসা করলে তার কোনো সদুত্তর দিতে পারেননি ইশা। এরপরই তাকে অকুস্থলে জরিমানা দিতে হয়। বারবার প্রশাসনের তরফে বারণ করা সত্ত্বেও নাইট কার্ফু উপেক্ষা করে বহু গাড়ি রাস্তায় নামছে। বিধান নগরে ৪ নম্বর গেটের কাছে নাকা চেকিংয়ে যখন ইশার গাড়ি আটকানো হয় তখন ইশা গাড়ি থেকে নেমে আসেন। তারপর তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি এত রাতে কেন নাইট কার্ফু না মেনে গাড়ি নিয়ে বাইরে বেরিয়েছেন?
আরও পড়ুন:তিনি নাকি চাঙ্কির কাছে অভিনয় শিখেছিলেন বলে আজ বলিউডের সুপারস্টার
ইশা কোন সদুত্তর না দিতে পারায়,তাকে এবং তার গাড়ি নিয়ে যাওয়া হয় বিধান নগর উত্তর থানায়। ইশার গাড়ির চালককে লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। এরপরই ট্রাফিক আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়। করোনা বিধি-নিষেধ অনুযায়ী এখনো রাজ্যে নাইট কার্ফু বলবৎ রয়েছে। কোনোভাবেই তা অমান্য করা যাবে না বলে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে। এই বিধি নিষেধ উপেক্ষা করলে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে, সেকথা বারং বার বলা হয়েছে। কিন্তু সে নিয়মের তোয়াক্কা না করে প্রতিদিন নাইট কার্ফু ভেঙে অসংখ্য গাড়ি রাস্তায় চলাচল করছে। তা আটকাতে পুলিশও বাড়িয়েছে তাদের নজরদারি। রাত ৯টার পর থেকে নিয়মিত নাকা চেকিং আরো কঠোর করা হয়েছে। গাড়ি আটক করে পুলিশ জরিমানাও করছে। তা সত্ত্বেও দিনের পর দিন এই একই ঘটনা চলছে। প্রসঙ্গত, শুক্রবার রাতেই সল্টলেক ৪ নম্বর গেটের কাছে বিধান নগর উত্তর থানার পুলিশকে এক ব্যবসায়ী হুমকি দিয়েছে বলে অভিযোগ। পরে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নাইট কার্ফু অমান্য করার জন্য এদিন প্রায় ৬০টিরও বেশি গাড়িকে জরিমানা দিতে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।