নয়াদিল্লি: আসন্ন অলিম্পিক্সের (Olympics 2024) এশিয়ান কোয়ালিফিকেশনে যোগ দিতে কিরঘিজস্তানের (Kirghizstan) বিশকেক গিয়েছিলেন দুই ভারতীয় কুস্তিগির দীপক পুনিয়া (Deepak Punia) এবং সুজিত কালাকাল (Sujeet Kalakal)। কিন্তু সময়মতো পৌঁছতে না পারায় তাঁদের অংশগ্রহণের সুযোগই দেওয়া হল না। নিজেদের দোষে পৌঁছতে দেরি করেননি দুই কুস্তিগির। অভূতপূর্ব বৃষ্টিতে ভেসে গিয়েছিল বিমানবন্দর সহ গোটা দুবাই (Dubai) শহর, ব্যাপকভাবে ব্যাহত হয় বিমান পরিষেবা। দুই অ্যাথলিট কার্যত বিমানবন্দরে আটকে পড়েন।
আরও পড়ুন: কিং খান কী বলে উদ্বুদ্ধ করলেন নাইট ক্রিকেটারদের?
যোগ্যতা অর্জন পর্বের ওয়ে-ইনের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় পৌঁছতে হত। বাউট ছিল এদিন পরের দিকে। দীপক ৮৬ কেজি এবং সুজিতের ৬৫ কেজি বিভাগে লড়ার কথা ছিল। কিন্তু তাঁরা সে সুযোগ হারিয়েছেন। যে বিমান তাঁদের ধরার কথা ছিল তা পেলে স্থানীয় সময় ভোর ৪.৪০-এ কিরঘিজস্তানে পা দিতেন। কিন্তু তুমুল বৃষ্টির কারণে দু’দিন ধরে বিপর্যস্ত বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর।
Officials of CGI Dubai are in touch with wrestlers, Deepak Punia and Sujeet Kalkal who have been stranded in Dubai due to the disruption of flights. They will be accommodated in a flight from Dubai to Bishkek tonight ahead of the Asian Olympic Qualifying tournament.… pic.twitter.com/UbgB4ntnTM
— SAI Media (@Media_SAI) April 18, 2024
জানা গিয়েছে, ভারতের কুস্তি ফেডারেশনের (WGI) প্রেসিডেন্ট সঞ্জয় সিং এবং কোচেরা বিশ্ব কুস্তি সংস্থাকে (UWW) সময় চেয়ে অনুরোধ জানিয়েছিলেন। ইভেন্টের আধিকারিকরা সেই অনুরোধের পর অতিরিক্ত ১০ মিনিট অপেক্ষা করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। তবে দীপক এবং সুজিতের অলিম্পিক্সে অংশগ্রহণের স্বপ্ন সম্পূর্ণ চুরমার হয়নি। মে মাসে তুরস্কের ওয়ার্ল্ড কোয়ালিফায়ারে নামার সুযোগ আছে তাঁদের।
প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে পদক জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন দীপক পুনিয়া। সেখান থেকে খালি হাতে ফিরলেও ২০২৩ হ্যাংঝোউ এশিয়ান গেমসে রুপো জিতেছেন তিনি। তার আগে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি।
দেখুন অন্য খবর: