সলমন খান অভিনীত বহু ছবি পাইপ লাইনে রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে অন্তিম। তবে বলিউডের অন্দরে জোর জল্পনা নতুন বছরেই শুরু হতে পারে ‘দাবাং -৪’ এর শ্যুটিং।
পরিচালক, লেখক , অভিনেতা তিগমাংশু ধুলিয়া ‘দাবাং-৪ ‘ এর চিত্রনাট্য লিখে ফেলেছেন। ২০২২ সালের প্রথমেই চিত্রনাট্য শোনাবেন দাবাং হিরো সলমন খানকে। এর আগে ‘দিল সে’, ‘পান সিং তোমার ‘ বহু হিট ছবি লিখেছেন ও পরিচালনা করেছেন তিগমাংশু।
এই বিষয়ে এখনই কথা বলার মতো সময় আসেনি বলেই জানিয়েছেন আরবাজ খান, তবে দাবাং নিয়ে কাজ চলছে, প্রসঙ্গত দাবাং এর দ্বিতীয় ভাগের পরিচালনা করেছেন আরবাজ খান।
দাবাং এর প্রকাশ পাওয়ার পর ১০ বছর পেরিয়ে গেছে। সলমন খানের ভক্তদের মধ্যে উৎসাহ বেড়েই চলেছে সলমনের দাবাং অবতার দেখার জন্য। এই ছবি তে অ্যাকশনের সঙ্গে ছিল পাওয়ার প্যাক্ট ডায়লগ। এই ছবির এই ইউএসপি হল ডায়লগ। নিশ্চিত চিত্রনাট্য লেখার সময় এই বিষয়ে মনোযোগী হয়েছেন তিগমাংশু ধুলিয়া।