হিরোপন্তি-র পর পরিচালক বিকাশ বহেলের ‘গনপথ পার্ট ১’ ছবিতে ফের জুটি বেঁধেছেন টাইগার শ্রফ ও কৃতি স্যানন।২০১৩ সালে ‘হিরোপন্তি’ ছবিতে কাজ করেই বলিউডে পা রেখেছিলেন টাইগার ও কৃতি।এতদিন ইউকেতে ‘গনপথ’-এর শ্যুটিং সারছিলেন ‘হিরোপন্তি’ জুটি।সদ্যই তাঁরা শেষ করেছেন ছবির ইউকের শ্যুটিং পর্ব।এদিন শ্যুটিং শেষে টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ পোজে ধরা দিলেন কৃতি স্যানন। ‘হিরোপন্তি’-র পোস্টারে যে ভাবে দেখা গিয়েছিল নতুন জুটিকে।ইনস্টার নতুন ছবিতেও ঠিক সেইভাবেই দেখা গেল টাইগার শ্রফ ও কৃতি স্যাননকে।
View this post on Instagram
সোশ্যাল সাইট পোস্টে ‘মিমি’র অভিনেত্রী লিখলেন,একসাথে যাত্রা শুরু করার পর আট বছর অতিক্রান্ত।তিনি এবং টাইগার দুজনেই বড় হয়েছেন,ইন্ডাস্ট্রিতে নিজেদের বিকশিত করেছেন,কিন্তু অন্তর থেকে দুজনেই এখনও সেই শুরুর দিন গুলোর মতোই আছেন।তাঁরা শুধুই বড় হওয়ার ভান করছেন মাত্র।দীর্ঘদিন পর টাইগারের সঙ্গে ফের কাজ করতে পেরে দারুণ খুশি নায়িকা।আগামী বছর ২৩ডিসেম্বর মুক্তি পাবে টাইগার শ্রফ-কৃতি স্যানন অভিনীত ‘গনপথ পার্ট ১’।