একাধিক ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা টাইগার শ্রফ।একদিকে যেমন তিনি ‘হিরোপন্তি ২’ এর শ্যুটিং সারছেন,তেমনই চলছে নতুন ছবি ‘গণপথ পার্ট ওয়ান’-এর শ্যুটিংও।ছবিতে টাইগার শ্রফ থাকবেন, আর অ্যাকশন হবে না তাই আবার হয় নাকি? খুব শীঘ্রই শুরু হবে ‘গনপথ পার্ট ওয়ান’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং।পুরোদমে তারই প্রস্তুতি সারছেন বলিউডের র্যাম্বো।ছবিতে কেমন অ্যাকশন থাকছে তারই ঝলক নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করলেন টাইগার শ্রফ।
আরও পড়ুন – টাইগারের দেশপ্রেম
বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে টাইগার শ্রফের নায়িকার ভূমিকায় দেখা যাবে কৃতি স্যাননকে।টাইগারের ডেবিউ ফিল্ম ‘হিরোপন্তি’-র নায়িকাও ছিলেন ‘মিমি’-র অভিনেত্রীই।শোনা যাচ্ছে জ্যাকিপুত্রকে নিয়ে ‘বাগি ৪’ এর প্ল্যানিং শুরু করে দিয়েছেন পরিচালক আহমেদ খান।চলতি বছরের শেষেই শ্যুটিং শুরু হবে বলে খবর।একদিকে যেমন টাইগার শ্রফ একের পর এক মিউজিক ভিডিওতে গান গাইছেন,অন্যদিকে ঠিক তেমনই অভিনেতার ঝুলিতে একাধিক বিগবাজেট ছবি।সব মিলিয়ে সময়টা যে টাইগারের বেশ ভালোই যাচ্ছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন – ‘হিরোপন্তি ২’ শুটিংয়ের জন্য রাশিয়া পাড়ি দেবেন টাইগার,তারা