থ্রিলার ছবির বাজার এখন তুঙ্গে। ওয়েব সিরিজে যেমন একের পর এক জনপ্রিয় হয়েছে থ্রিলার। তেমনি ফিচার ফিল্ম এর ক্ষেত্রেও সত্যি। থ্রিলার ছবির বাজার যে ভালো তার গন্ধ পেয়ে পরিচালক উদ্দীপ্ত দাশগুপ্ত শুরু করেছিলেন ‘স্মেল’। যে ছবি প্রতিটি পদক্ষেপেই রয়েছে রহস্য। এই ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন টলি-বলি অভিনেতা রাজেশ শর্মা। যিনি এর আগে একাধিক বলিউড এবং টলিউড থ্রিলারে কাজ করেছেন। এ ছাড়াও এ ছবিতে পরিচালক নিজে একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে দেখা যাবে নতুন মুখ শায়রী ও অমিতকে। সম্প্রতি রাজেশ এ ছবির ডাবিং শেষ করে গেলেন। মুম্বইতে তিনি এখন বেশ কয়েকটি হিন্দি ছবির কাজ নিয়ে ব্যস্ত।
আরও পড়ুন:নেটফ্লিক্সে নতুন থ্রিলার
বেশ কয়েক বছর ধরেই রাজেশ বলিউড এবং টলিউডে সমানভাবে কাজ করে চলেছেন। ভিন্নধর্মী এই থ্রিলার ছবি ‘স্মেল’ এ কাজ করে রাজেশ বেশ খুশি। তিনি হিন্দি এবং বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ। কখনও ভিলেন, কখনও আবার দুঁদে পুলিশ অফিসার রূপে পর্দায় আবির্ভূত হয়েছেন এবং প্রতিটি চরিত্রকেই উজ্জ্বল ভাবে ফুটিয়ে তুলেছেন। অভিনয় ক্ষমতায় ইতিমধ্যেই বলিউডেও যথেষ্ট জনপ্রিয়তা, পরিচিতি অর্জন করেছেন। অথচ, এক সময় ট্যাক্সি চালানোর টাকাতেই দিন কাটাতেন তিনি।
এই ছবিতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন সমদর্শী দত্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমূখ। ছবির কাহিনী লিখেছেন সঞ্জয় দাস। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় দে। ছবিতে দুটি ভিন্ন স্বাদের গান শুনতে পাবেন দর্শকরা। নতুন-পুরনো অভিনেতাদের সঙ্গে ‘স্মেল’ এ কাজ করতে পেরে রাজেশ যথেষ্ট খুশি। তিনি এ ছবিতে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, ‘আমি এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী’।
শেষ হয়েছে ‘স্মেল’ এর ডাবিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবি।