ছাতনাতলায় যাওয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি এই দুই হাইপ্রোফাইল বলিউড অভিনেতার। বিয়ের মাত্র কয়েকটা দিন আগে নেটিজেনদের মধ্যে ফিসফাস শুরু হয়েছে তারা নাকি আরবে ভ্রমণে গিয়েছেন। ‘আবুধাবিতে কাটানো সুন্দর সময়’- এই ক্যাপশন লিখে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন ‘উরি’ নায়ক ভিকি কৌশল। বিশ্বস্ত সূত্র বলছে তারা এই মুহূর্তে দুজনেই মুম্বইতে রয়েছেন। তবে চুপিসারে একসঙ্গে আরবে ট্রিপ সেরে আসলেও আসতে পারেন। বালিপাড়া ফিসফাস শোনা যাচ্ছে তা নিয়ে। ক্যাটরিনা কাইফ কে নিয়ে ভিকি নাকি আবুধাবিতে সুন্দর সময় কাটাতে গিয়েছিলেন। বেশ গোপনে এবং নিভৃতে ছিলেন তাঁরা। ভিকির পোস্ট করা এই সমস্ত ছবি দেখে তেমনই মনে হচ্ছে নেটিজেনদের। কারণ ক্যাটরিনার পোস্টেও আবুধাবিতে তার নিজের কিছু ছবি দেখা যাচ্ছে। তিনি নাকি কোন অনুষ্ঠানের প্যানেল লিস্ট হিসেবে আরব গিয়েছিলেন।
রাজস্থানের সাওয়াই মাধপুরের সিক্স সেন্স ফোর্ট
ক্যাটরিনা সেই ছবির পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে’। এসব ছবি দেখে নেটিজেনরা দুই আর দুই মিলিয়ে চার করে নিয়েছেন। রাজস্থানের সাওয়াই মাধপুরের সিক্স সেন্স ফোর্টে বসতে চলেছে ভিকি ক্যাটরিনার বিয়ের আসর। তাঁর আগে দুজনেই সোশ্যাল মিডিয়ায় অন্য ছবি দিয়ে নজর ঘোরাতে চাইছেন ভক্তদের। এমনই বিশ্বাস নেটিজেনদের। কারণ এই বিয়ে নিয়ে দুজনের কেউই এখনো মুখ খোলেননি। তাই কিছুটা বিভ্রান্ত করতে চাইছেন এই দুই বলিউড হার্টথ্রব নেটিজেনদের। ৭-৯ ডিসেম্বর রাজস্থানে চলবে এই রাজকীয় অনুষ্ঠান। এরপর মুম্বাই ফিরে এসে বড় রিসেপশন পার্টি পরিকল্পনা আছে ভিকি-ক্যাটের। রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন আলিয়া ভাট, করন জোহর সলমন খান, আমির খান, যোয়া আখতার, ফারহা খান ও অন্যান্যরা। আলিয়াকে নিমন্ত্রন করলেও রানবীর কাপুরকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা অবশ্য জানা যাচ্ছে না। তাছাড়া সালমান খানকে আমন্ত্রণ করল সেই সময় নাকি সালমান ব্যস্ত থাকতে পারেন রিয়াদের দাবাং ট্যুরে। ফলে বিয়ের দিন না থাকলেও বিয়ের অন্য কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সলমন।
ভিকি-ক্যাটরিনার সাম্প্রতিক পোস্ট করা এই পুরনো ছবি দেখে নেটিজেনরা অনেকেই মনে করছেন বিয়ের প্রস্তুতির ছবি না দিয়ে ওরা আমাদের দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছেন।