বহুদিন ধরেই প্রচারের আলোর থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নাট্য ব্যক্তিত্ব পদ্মশ্রী শাঁওলি মিত্র।
শাঁওলি মিত্র রবিবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর হয়েছিল ৭৪ বছর। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে সিরিজটি শ্মশানে । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শাঁওলি মিত্র।
নাটকের মাধ্যমে তিনি বাংলা সংস্কৃতির ধারক ছিলেন। তবে পরিচালক ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্ক আর গপ্পো’ তে বঙ্গবালার চরিত্রে অভিনয় করেছিলেন। ২০০৯ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। বহু নাটকে মঞ্চ কাঁপিয়ে অভিনয় করেছেন যেমন , পাগলা ঘোড়া, নথবতী অনাথবৎ, পুতুল খেলা, একটি রাজনৈতিক হত্যা প্রমুখ। বেশ কিছু বছর তিনি বাংলা অ্যাকাডেমির চেয়ার পার্সন এর দায়িত্ব সামলেছিলেন। তাঁর মৃত্যুর খবরে সংস্কৃতির জগতে শোকের ছায়া।