মুম্বই : দ্য কাশ্মীর ফাইলস্(The Kashmir Files)-এর পর এবার বড়পর্দায় বিবেক অগ্নিহোত্রীর(Vivek Agnihotri) ছবি দ্য ভ্যাকসিন ওয়ার(The Vaccine War)।কি ভাবে করোনা অতিমারির(Covid Pandemic) ভ্যাকসিন(Vaccine) তৈরি করলেন দেশ বিদেশের বিজ্ঞানীরা(Scintists),সেই দুর্ধর্ষ গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। স্বাধীনতা দিবসে নতুন টিজার প্রকাশ্যে এনে মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা। ২৮ সেপ্টেম্বর বড়পর্দায় আসছে দ্য ভ্যাকসিন ওয়ার।ছবিতে অভিনয় করেছেন নানা পাটেকর(Nana Patekar),অনুপম খের(Anupam Kher),পল্লবী যোশি(Pallavi Joshi),রাইমা সেন(Raima Sen) এবং কান্তারা(Kantara) খ্যাত অভিনেত্রী সপ্তমী গৌড়া(Saptami Gowda)।বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলবে বিবেক অগ্নিহোত্রীর দ্য ভ্যাকসিন ওয়ার।এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের স্বাধীনতা দিবসেই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য ভ্যাকসিন ওয়ার-এর।কিন্তু পরবর্তীকালে ছবির মুক্তি পিছিয়ে দেন নির্মাতারা।গত বছর দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি যথেষ্ঠ বিতর্ক তৈরি করলেও বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছিল।সেই সাফল্যকে জিইয়ে রাখতে মারণরোগ কোভিড ১৯-এর টিকা আবিষ্কারের গল্পকে এবার রূপোলি পর্দায় তুলে ধরেছেন পরিচালক। ভারতের এবং বিদেশের বহু বিজ্ঞানী-গবেষকদের সঙ্গে আলাপ আলোচনার পরই দ্য ভ্যাকসিন ওয়ার ছবির গল্প-চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে নানা পাটেকর,অনুপম খের,পল্লবী যোশি,রাইমা সেন এবং সপ্তমী গৌড়াকে।স্বাধীনতা দিবসে দ্য ভ্যাকসিন ওয়ার মুক্তি না পেলেও এদিন প্রকাশ্যে এল ছবির টিজার।যে টিজারে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন নির্মাতারা।সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে দ্য ভ্যাকসিন ওয়ার।