ওয়েব ডেস্ক: পুজোয় আসতে চলেছে দেবের নতুন ছবি রঘু ডাকাত (Raghu Dakat)। আর ইতিমধ্যেই শুরু হয়েছে এই সিনেমার শুটিং। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে এই সিনেমার কাজ। জোর কদমে চলছে শুটিং যা বোঝাই যাচ্ছে দেবের (Dev) পোস্ট করা ছবি থেকে। দেখবেন নাকি সেই ছবি, চলুন দেখে নেওয়া যাক….
View this post on Instagram
আরও পড়ুন: এবার ‘বস’ বেসে ধরা দেবেন সৌরভ?
দেবের নয়া ছবি ‘ রঘু ডাকাত ‘। ইতিমধ্যেই শুরু হয়েছে এই সিনেমার শুটিং।২০২৫ এর পুজোতে আসতে চলেছে এই বিগ বাজেটের ছবি। এই ছবির জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হন দেব। কখনো তাকে দেখা যায় ঘোর সওয়ারি শিখতে, আবার কখনও নিজের লুকে আনেন আমূল পরিবর্তন। আর দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে এই সিনেমার শুটিং। সোশ্যাল মিডিয়াতে এবার শুটিংয়ের ছবি শেয়ার করলেন দেব। যেখানে তিনি জানান, ঝাড়খন্ডে ছোট্ট টিলার মাঝখানে জোর কদমে চলছে ‘ রঘু ডাকাত ‘ এর সেকেন্ড ফেজের ছবি। আর সুপারস্টার দেবকে দেখা গেল সিনেমার নির্মাতাদের সঙ্গে একসঙ্গে মাটিতে বসে উপভোগ করছেন দুপুরের আহার। আর যা দেখে মুগ্ধ নেটপাড়া।
দেখুন অন্য খবর