হতে চলেছে বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার বায়োপিক,বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমন জল্পনায়।এরই মধ্যে ‘প্রিয় কাকাজি’ ওরফে রাজেশ খান্নাকে নিয়ে স্মৃতিচারণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ।‘দো রাস্তে’ থেকে ‘আপ কি কসম’, ‘সচ্চা ঝুটা’ থেকে ‘রোটি’ কিংবা ‘আপনা দেশ’।বহু ছবিতে জুটি বেঁধে বাজিমাত করেছিলেন রাজেশ ও মুমতাজ।সদ্যই একটি ইন্টারভিউতে অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে অন্যদের সঙ্গে কাজ করলেও রাজেশ খান্নার ছবিতে অভিনয় করতেই বেশি পছন্দ করতেন তিনি।রাজেশই তার সবচেয়ে প্রিয় অভিনেতা।তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে ভালোবাসতেন কাকাজিও।তবে মুমতাজ স্বীকার করে নিচ্ছেন,রাজেশ খান্নার ছবি মানেই ওয়ান ম্যান শো।ছবিতে নায়িকাদের বিশেষ কিছুই করার থাকত না।তবে ‘আপনা দেশ’ এবং ‘আপ কি কসম’ ছবিতে রাজেশের নায়িকা হিসেবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মুমতাজ।বিশেষ করে ‘আপ কি কসম’ ছবির প্রসঙ্গ উঠলে আজও নস্টালজিক হয়ে পড়েন নায়িকা।
রাজেশ এবং মুমতাজ স্ক্রিপ্ট পড়ার পর ভেবেছিলেন ছবি হয়তো সুপারহিট হবে না,এই নিয়ে তুমুল তর্কেও জড়িয়েছিলেন পরিচালক জে ওম প্রকাশের সঙ্গে।তবে পরে দেখা যায় বক্সঅফিসে ব্লকবাস্টার হিটের তকমা জিতে নিয়েছে ‘আপ কি কসম’।
রাজেশ খান্নার সঙ্গে বহু বিখ্যাত গানেই কমলা রঙের পোশাকে দেখা যেত মুমতাজকে।এই প্রসঙ্গে অভিনেত্রী হাসতে হাসতে জানিয়েছেন কমলা রং তার সবসময়ই প্রিয়।সেইকারণে অনেক সময় গানের জন্য কমলা কস্টিউমই পছন্দ করতেন তিনি।