‘দ্য তাসখন্দ ফাইলস্’ এর মতো ছবি তৈরি করে ২০১৯ সালে সিনেদুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য নিয়ে তৈরি এই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি।বিবেকের নতুন ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস্’ মুক্তি পাবে আগামী বছর প্রজাতন্ত্র দিবসে,ছবির ফার্স্টলুক পোস্টার ট্যুইটে শেয়ার করে জানিয়ে দিলেন পরিচালক।এর আগেও তাঁর ‘দ্য তাসখন্দ ফাইলস’ কিংবা ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’-এর মতো ছবি তৈরি নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে।কিন্তু বিবেকের নতুন ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এও যে বিতর্ক তৈরির রীতিমতো মালমশলা রয়েছে ট্যুইটেই মিলেছে তার আভাস।কারণ কাশ্মীরী পণ্ডিতদের গণহত্যার কাহিনিকেই ছবির গল্পে তুলে ধরতে চলেছেন পরিচালক।ছবিতে থাকছে আর্টিকল ৩৭০এর মতো বিতর্কিত বিষয়ও।দ্য কাশ্মীর ফাইলস-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী,অনুপম খের,পল্লবী যোশি ছাড়াও আরও অনেককে।
Presenting the first ever true story of the Kashmir Genocide, #TheKashmirFiles releases on the Republic Day 2022.#RightToJustice
Pl bless us. pic.twitter.com/ZBPf2nIuqs— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) November 19, 2021