জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী অভিনেতা ধানুশ তাঁর নতুন ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন। নাম ঠিক না-হওয়া এই ছবি হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলুগুতে তৈরি হবে। এর আগে ধানুশের ছবি তেলুগু ভাষায় ডাবিং হয়েছে। এই প্রথম তিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির ছবিতে কাজ করবেন। শেখর কামলা পরিচালিত নাম ঠিক না-হওয়া এই ছবির জন্য ধানুশ ৩০ কোটি টাকা চেয়েছেন। এই ছবিতে ধানুশের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। এমনকী কাহিনির বিষয়েও নির্মাতারা মুখ খুলতে চাইছেন না। ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জাগেম তান্ডিরাম’। অ্যাকশন- থ্রিলার ঘটনা ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে। একটি বলিউডের ছবি ‘আতরাঙ্গী রে’ ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে ধানুশকে। এ ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে। ছবিটি ই অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা। এদিকে হলিউডে ধানুশ সদ্য শেষ করেছেন তার ডেবিউ ছবি ‘দ্য গ্রে ম্যান’! এই মুহূর্তে ধানুশ তাঁর স্ত্রী-সন্তানদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।