ওয়েব ডেস্ক: বাউল দর্শনে অনুপ্রাণিত হয়ে গান গেয়ে বেড়িয়েছেন গোটা বিশ্বে পার্বতী বাউল(Parvati Baul)। অথচ গান গাওয়ার আমন্ত্রণ থাকা সত্ত্বেও খোদ আমেরিকার সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে ভারতে ফিরে আসতে হলো তাঁকে(Banned Parvati Baul)। এক অনুষ্ঠানে প্রখ্যাত মার্কিন সুরকার জর্জ ব্রুকসের(George Brooks) সঙ্গে জুটি বেঁধে গান গাওয়ার কথা ছিল তাঁর।
পার্বতী বাউলের ফেসবুক পোস্ট অনুযায়ী, ১৮ মে রবিবার মার্কিন সময় সন্ধ্যা ৭ টা নাগাদ সানফ্রান্সিসকো একটা গানের অনুষ্ঠান ছিল পার্বতীর। এই অনুষ্ঠানে বিখ্যাত মার্কিন সুরকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে সানফ্রান্সিসকো বিমানবন্দর থেকেই ভারতে ফিরিয়ে দেওয়া হল। তাঁকে আমেরিকায় ঢুকতেই দেওয়া হল না।
আরও পড়ুন:‘মা’ এর প্রমোশনে কলকাতায় কাজল, পুজো দিলেন দক্ষিণেশ্বরে
গত ১৮ই মে সান ফ্রান্সিসকোতে দু’দেশের শিল্পীদের যুগলবন্দী দেখবে বলে দর্শকরা অপেক্ষায় ছিলেন। কিন্তু তা আর হয়ে উঠল না। পার্বতীর কথায়, ‘শুধু সন্দেহের জালে ফেলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আগামী পাঁচ বছর সে দেশে না যেতে পারি তারও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে।’ তিনি সাফ জানিয়ে দেন যে ভিত্তিহীন কারণে তাদের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যে আধিকারিক অভিবাসন সংক্রান্ত কাগজপত্র দেখছিলেন তার সন্দেহ হয় আমি আমেরিকায় জীবিকা নির্বাহের জন্য থেকে যেতে পারি। শুধুমাত্র সেই সন্দেহের কারণেই আমাকে প্রশাসন সে দেশে ঢুকতে দিলো না।
তাঁর বাউল গান পরিবেশনের সঙ্গে মাথার জটা যেভাবে মঞ্চে নেচে ওঠে তা সব সময় দর্শক-শ্রোতাদের প্রাণে অন্য উন্মাদনা জাগিয়ে তোলে। এর আগে বেশ কয়েকবার মার্কিন দেশে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। পার্বতী পঁচিশ বছর ধরে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাউল গান নিয়ে ঘুরে বেড়িয়েছেন কিন্তু কখনোই এমন সমস্যার সম্মুখীন হননি। তার কথায় এটা উদ্দেশ্যপ্রণোদিত।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠেছেন।