কলকাতা: সন্ধ্যা হলেই বাড়ির মা-কাকিমা থেকে শুরু করে বয়ঃজ্যেষ্ঠ মানুষেরা টিভির সামনে বসে পড়েন গৌরি, দীপা, খড়ি, জগদ্ধাত্রী, তুঁতের জীবন সংগ্রামের গল্প দেখতে। তাঁদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন এই সব চরিত্ররা। পাশাপাশি যে সকল অভিনেত্রীদের (Actress) হাত ধরে এই সব চরিত্র গুলি প্রান পায় তাঁদের নিয়েও দর্শকদের কৌতূহল কিছু কম থাকেনা। তবে জানেন কী, আপনার পছন্দের বেশ কিছু নায়িকা কিন্তু খলনায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন? বাংলা ধারাবাহিকে নায়িকারা খলনায়িকা হয়েও প্রমাণ করেছেন তাঁরা কত বড় মাপের অভিনেত্রী। বর্তমানে তাঁরাই এখন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। এমনই কিছু অভিনেত্রীদের খলনায়িকা থেকে নায়িকা হওয়ার যাত্রা নিয়েই এই প্রতিবেদন।
সৌমিতৃষা কুন্ডু- এই তালিকায় সবার আগে থাকবে ‘মিঠাই’ সিরিয়ালের সৌমিতৃষা নাম। ‘মিঠাই’ সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিলেও তাঁর অভিনয় শুরু হয়েছিল খলনায়িকা দিয়ে। কেরিয়ারের শুরুতে ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে ভিলেন হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।
দেবচন্দ্রিমা সিংহ রায়- সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমাও কিন্তু খলনায়িকা হিসেবেই তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ‘কাজল লতা’ ধারাবাহিকে ভিলেনের চরিত্রে অভিনয় করেন। নায়িকা হওয়ার পাশাপাশি খলনায়িকা হিসেবেও তিনি ১০-১০ পেয়েছেন দর্শকদের থেকে।
দীপান্বিতা রক্ষিত- খুকুমণি হোম ডেলিভারি থেকে তুঁতে, দুটি সিরিয়াল করেই বেশ জনপ্রিয় হয়েছেন দীপান্বিতা। এর মধ্যে খুকুমণি হোম ডেলিভারিতে তার ‘পেঁপে দিয়ে চেপে’ সংলাপটি ব্যাপক জনপ্রিয় করে তোলে তাকে। কিন্তু তাঁর কেরিয়ার শুরু হয়েছিল খলনায়িকার চরিত্রে অভিনয় করে। ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে চুমকি হয়ে অভিনয় করেছিলেন, এই চরিত্রটি খলনায়িকার চরিত্র ছিল।
আরও পড়ুন:Singam Again | Shooting | Mauritius | মরিশাসে শুরু হতে চলেছে ‘বাজিরাও সিংহম ‘ এর নতুন গর্জন
ইধিকা পাল- ইধিকা পালও বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। এ পর্যন্ত বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করা হয়ে গিয়েছে তাঁর। এছাড়া সম্প্রতি বাংলাদেশে শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘কপালকুণ্ডলাতে’ খলনায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। তারপর একে একে ‘রিমলি’, ‘পিলু’তে অভিনয় করেন। পিলুতেও শুরুর দিকে তার চরিত্রটি নেগেটিভ ছিল।
প্রিয়া মণ্ডল- বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা প্রিয়া মন্ডল। নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন প্রিয়া। ইনিও তাঁর কেরিয়ার শুরু করেছেন খলনায়িকা হয়ে। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে জাঁদরেল খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর ‘সাঁঝের বাতি’, ‘ভজ গোবিন্দ’, ‘স্ত্রী’, ‘বরণ’ এবং হিন্দি ছবি ‘তু মেরি পেয়ারি বিন্দু’তে অভিনয় করেছেন প্রিয়া। বর্তমানে তাকে ‘তুমি যে আমার মা’ ধারাবাহিককে নায়িকা চরিত্র দেখা গিয়েছে।