ইশক্, পেয়ারে মোহন, টোটাল ধামাল- এর পর ফের একবার বলিউডে ফিরছে অজয় দেবগন- ইন্দ্র কুমার জুটি। মেহবুব স্টুডিওয়ে শুরু হয়েছে তাঁদের আপকামিং ছবি ‘থ্যাংক গড’-এর শ্যুটিং। শোনা যাচ্ছে ‘থ্যাংক গড’-এর জন্য দারুণ সুন্দর সেট রেডি হয়েছে, মেহবুব স্টুডিওয়ে নাকি স্বর্গের ছোঁয়া লেগেছে! আর হবে নাই বা কেন? ‘থ্যাংক গড’-এর কাহিনিতে ভগবানের একটা বেশ বড়সড় ভূমিকা থাকছে।আপাতত শ্যুটিং করছেন অজয় দেবগন। কয়েক দিন পর তাঁর সঙ্গে যোগ দেবেন সিদ্ধার্থ মালহোত্রা আর রকুলপ্রীত সিং-ও।
সূত্রের খবর , অন্যতম ইন্টারেস্টিং ছবি হতে চলেছে ‘থ্যাংক গড’। সেই ২০১৯-এ ছবির ঘোষণা হয়েছিল। ২০২০-র জানুয়ারিতে শ্যুটিং শুরুর পর ২০২১-এর মে মাস নাগাদ ছবি রিলিজের প্ল্যান করেছিলেন নির্মাতারা। তবে সব প্ল্যানেই জল ঢেলে দিয়েছে করোনা আবহ! শ্যুটিং বাতিল করতে বাধ্য হয়েছে টিম ‘থ্যাংক গড’। পরিস্থিতি একটু সামলে যেতে এবার শুরু হল বহু প্রতিক্ষিত সেই শ্যুটিং।
‘থ্যাংক গড’ ছাড়াও অজয়ের এখনও ‘ময়দান’- এর শ্যুটিং বাকি।লকডাউন আর তারপর ঘূর্ণিঝড় তাওকোটের জোড়া ফলায় ‘ময়দান’-এর সেটের ভয়াবহ ক্ষতি হয়েছে। সেই ক্ষতি সামলে উঠলেই শুরু হবে শ্যুটিং। শোনা যাচ্ছে এখন আর রিস্ক না নিয়ে বর্ষা মিটলেই জোর কদমে শুরু হবে ‘ময়দান’-এর বাদবাকি অংশটুকুর শ্যুটিং।