করোনা অতিমারির কারণে মানুষ দ্রুত ডিজিটাল জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে। বাস্তবের পরিবর্তে ভার্চুয়াল জগতেই থাকতে পছন্দ করছে নতুন প্রজন্ম। এই পরিস্থিতি ঠিক কোনদিকে নিয়ে যাচ্ছে নতুন প্রজন্মকে এই বিষয়কে মাথায় রেখে ফিউচারিসটিক বাংলা ছবির পরিকল্পনা করেছেন পরিচালক অভিষেক চৌধুরী। ছবির নাম ‘টিকি ল্যান্ড ‘। ২০৩০ সালের প্রেক্ষাপটে এই ছবির গল্পে একজন স্ট্রাগলার অভিনেতার জীবনের মাধ্যমে সেই সময়কে ভাবার চেষ্টা করেছেন পরিচালক। যেখানে রিয়েলিটি ও বাস্তবের গুলিয়ে ফেলেছে সকলে। মোবাইলের ব্যাবহার কীভাবে শারিরিক দিকথেকে সমস্যা তৈরী করবে ভবিষ্যতে ,কী পরিনতি হতে পারে মানব সভ্যতার। এই বিষয় উঠে আসবে।
আরও পড়ুন: প্রথম প্রেমের কথা জানালেন মিমি
এই ছবিটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্মে । ফিউচারিসটিক সিনেমা হওয়ার কারণে ছবিতে ভিএফএক্স এর অনেক ব্যবহার থাকবে। এই বিষয়টি তত্ত্বাবধানে থাকবেন শুভায়ন চন্দ। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দেবতনু, ঋ সেন , শুভস্মিতা মুখোপাধ্যায় ও প্রমুখ। আগামী ২৩ অগষ্ট থেকে শুরু হবে এই ছবির শ্যুটিংয়ের কাজ। বাংলায় প্রথম ফিউচারিসটিক ছবি হতে চলেছে এই ‘টিকি ল্যান্ড ” ।এমনিতেই বাংলা ছবিতে বাজেটের একটা সমস্যা থাকে। সেখানে দাঁড়িয়ে ভালো ভিএফ এক্স এর ব্যবহারে কেমন হতে চলেছে এই ছবি তা ভবিষ্যত বলবে। আপাতত শ্যুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ছবির কলাকুশলী।
আরও পড়ুন: আশার আলো দেখাচ্ছে হিন্দি ছবি