কলকাতা: টেকনিশিয়ানরা বয়কট করেছেন অর্নিবাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। তার জেরে বন্ধ হয়ে গেল এসভিএফ প্রযোজিত ‘হুলি গান ইজম’-এর একটা গানের মিউজিক ভিডিওর (Music video) শুটিং। ১৪ মে গানের মিউজিক ভিডিয়োর শুটিং হওয়ার কথা থাকলেও ফেডারেশনের অসহযোগিতার কারণে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে আর কোনও টেকনিশিয়ান কাজ করবেন না। তাঁদের তরফে এই কথা প্রযোজনা সংস্থা কে জানিয়ে দেওয়া হয়েছে।
টলিপাড়ায় টেকনিশিয়ানদের ফেডারেশন বনাম পরিচালকদের লড়াই চলছে। শুটিংয়ের আয়োজন হয়ে যাওয়ার পর টেকনিশিয়ানরা আসেননি শুটিং করতে, এমন অভিযোগ। টলিপাড়ার প্রায় ১৫ জন পরিচালক বিষয়টা নিয়ে আইনি লড়াই লড়ছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য। সেই মামলার পরবর্তী শুনানি আছে ১৯ মে। এর জেরে টেকনিশিয়ানরা অর্নিবাণকে বয়কটের ডাক দিয়েছেন। পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবেও অনির্বাণের সঙ্গে আর কাজ করতে চান না টেকনিশিয়ানরা সেটা এই ঘটনায় তা স্পষ্ট হয়ে গেল। উল্লেখ্য, অনির্বাণের এই মিউজিক ভিডিওর সঙ্গে যুক্ত থাকা প্রোডাকশন ডিজাইনার শুভার্থী বিশ্বাসকেও বয়কটের ডাক ওঠে।শেষমেশ অনির্বাণের ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিওর কাজ বিশ বাঁও জলে।
আরও পড়ুন: ভক্তদের ইচ্ছে পূরণ করতেই পর্দায় জুটি বাঁধছেন রাশমিকা-বিজয়!
অন্য খবর দেখুন