মুম্বই: অপেক্ষার অবসান, ভারতের টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। নেতৃত্ব দেবেন সেই রোহিত শর্মা (Rohit Sharma)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। সবথেকে তাৎপর্যপূর্ণ, ভারতীয় দলে কামব্যাক করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ফিরলেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও।
সুযোগ পেলেন না লখনউ সুপার জায়েন্টের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। কেকেআর (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ভাগ্যেও শিকে ছেঁড়েনি। একই সঙ্গে ব্রাত্য ঈশান কিষানও। এই দুজন এমনিতেই ভারতীয় বোর্ডের রোষনজরে পড়েছিলেন। তার উপর আইপিএলে এমন কিছু পারফরম্যান্স দেখাননি। ফলে তাঁদের না থাকা প্রত্যাশিতই ছিল।
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
যাবতীয় বিতর্ক এবং খারাপ পারফরম্যান্স সত্ত্বেও সুযোগ পেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুধু তাই নয়, রোহিতের ডেপুটি হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। অলরাউন্ডার হিসেবে হার্দিক ছাড়াও দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, এবং শিবম দুবে। পেস বিভাগে জসপ্রীত বুমরা অটোম্যাটিক চয়েস, এছাড়া আছেন মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। স্পিনার হিসেবে চাহাল ও কুলদীপের সঙ্গে রাখা হল অক্ষর প্যাটেলকে।
?India’s squad for ICC Men’s T20 World Cup 2024 announced ?
Let’s get ready to cheer for #TeamIndia #T20WorldCup pic.twitter.com/jIxsYeJkYW
— BCCI (@BCCI) April 30, 2024
কেকেআরের তারকা রিঙ্কু সিং কিন্তু ১৫ জনের দলে সুযোগ পেলেন না। তবে দলের সঙ্গে সফরকারী রিজার্ভ হিসেবে থাকবেন তিনি। এই কোটায় আছেন আরও তিন। তাঁরা হলেন শুভমন গিল, খলিল আহমেদ এবং আবেশ খান। বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার মনে করা হচ্ছিল শুভমনকে। কিন্তু প্রধান দলে তাঁর জায়গা হল না।
টি২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
সফরকারী রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।
দেখুন অন্য খবর: