শিক্ষক দিবসে সকাল থেকেই তারকারা তাঁদের শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন স্যোশাল মিডিয়ায়। সেই পোস্ট দেখে নেটিজেনরাও তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
তবে বাংলা ছবিতেও মাস্টার মশাই বা শিক্ষকদের একটা বিশেষ গুরুত্ব রয়েছে।এই শিক্ষকরাই মাঝে মাঝে লার্জার দ্যান লাইফ হয়ে ওঠে। মাস্টার মশাই এর নাম এলে সবার আগে যার নাম মনে পড়ে, তিনি হলেন ‘হীরক রাজার দেশে’ ছবির উদয়ন মাস্টার। শিশুমনে শিক্ষার বীজ বপন করে চলেছিলেন তিনি।
তেমনি আর এক শিক্ষকের নাম উঠে আসে তিনি হলেন ‘কোনি’ ছবির ক্ষিতদা, যে মানুষটি হাত ধরে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কোনিকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন।তাঁর সংলাপ ‘ফাইট কোনি ফাইট’ আজও সকলকে উদ্বুদ্ধ করে। এই ক্ষিতদাই হয়তো বহু শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছেন। এমন নাম না জানা বহু গুরু যারা আনন্দিত হয়ে উঠেছেন নিজের শিষ্যর সাফল্যে।
তেমনি এমন অনেক ছবি রয়েছে যেখানে চিত্রায়িত হয়েছে এমন দৃশ্য যা দেখে সমাজের সার্বিক স্তরে প্রভাব পড়েছে।১৯৮৬ সালে তপন সিংহের ছবি ‘আতঙ্ক ‘ এই ছবিতে শিক্ষকের সামনেই হত্যা করে তার ছাত্র। শিক্ষকের উদ্দেশ্যে সেই সংলাপ “মাস্টার মশাই আপনি কিছুই দেখে নি”, সমাজের এই অবক্ষয়ে ভীত হয়ে পড়েন মাস্টার মশাই, তবেকি নিজের কাজ সঠিক ভাবে পালন করতে পারেননি। জীবনের সঠিক পথ নির্বাচন করতে ছাত্রদের পথপ্রদর্শক হিসেবেই কাজ করেন শিক্ষক, তাই সমাজ গঠনে বিশেষ ভূমিকা রয়েছে তাঁদের।
এর পর সময় বদলেছে দ্রুত, সমাজের পরিবর্তনের সঙ্গেই বদলেছে পঠন পাঠন। এমনই এক ছবি উপহার দিয়েছেন পরিচালক জুটি নন্দিতা দাস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির নাম ‘হামি’। ছোটবেলা থেকেই শিক্ষকদের প্রতি এক অগাধ সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই পথ চলা শুরু করে সবাই। এই ছবিতে উঠে আসে অতি কঠিন বিষয় কী সহজ উপায়ে শিশুর মনে ছবি একে দেন শিক্ষকরা। বাড়ির প্রিয়জনের বাইরে শিশুরা সবথেকে বেশি সময় কাটান এই শিক্ষকদের মাঝেই, তাই তাঁদের হাতেই নতুন সমাজ গঠনের গুরুদায়িত্ব বর্তায়। তাই অতি সহজেই শিশু মনের মনের গোপন জিজ্ঞাসার উত্তর সাজিয়ে দিতে পারেন শিক্ষক। বিবাহ যে ভীষণ গুরুদায়িত্ব তা ছোট্ট ভুতুর মনকে বোঝাতে পেরেছিলেন তার শিক্ষিকা।
আরও পড়ুন : হঠাৎ কী হল অঙ্কুশের
বর্তমান করোনা পরিস্থিতির মাঝে স্কুলে মিস্ করছেন ছাত্র ছাত্রীরা। শিশু শ্রেনী থেকে কলেজ স্তরে শিক্ষকদের সঙ্গে ছাত্রের এই মনের টান কখনও নেট মাধ্যমে সম্ভব নয়, তাই শিক্ষক দিবসে আবার পরিচালক সত্যজিৎ রায়ের ছবি ‘হীরক রাজার দেশে’র উদয়ন মাস্টারের কথায়,” পাঠশালা খুলবে অবশ্যই খুলবে”- আশা জাগে এই অতিমারি কাটিয়ে আবার হয়তো গুরু শিষ্য পরম্পরার সেই সম্পর্ক নতুন করে এগিয়ে যাবে। বাংলা ছবিতেও এমনই কিছু চরিত্র দর্শকদের মনে বিবেকের ভূমিকা নেবে।