পাশ্চাত্য সংগীত সাম্রাজ্যের অন্যতম সম্রাজ্ঞী ট্রেলর সুইফট। ট্রেলর এবছর ১৭ মার্চ থেকে শুরু করেছেন ম্যারাথন কনসার্ট ‘দ্য এরিস ট্যুর’ (The Eras Tour). আগামী বছর ১৭ আগস্ট পর্যন্ত চলবে এই কনসার্ট। এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকায় মোট ১৩১ টি কনসার্ট করবেন টেইলর।
গত শনিবার ক্যালিফর্নিয়ার সান্তা ক্লায়ার শো হবার আগে সুইফট ট্যুরে কাজ করা ৫০জন ট্রাক ড্রাইভারকে ৮২ লক্ষ করে টাকার চেক হস্তান্তর করেন সুইফট। শুধু ট্রাক ড্রাইভার নয় ট্রেইলারের দলের অন্য সদস্যরা মোটা অংকের অর্থ বোনাস হিসেবে পেয়েছেন বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সেলিব্রিটি গসিপ সাইট টিএমজেড ডটকম-কে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত,২০১৮ সালে রেপুটেশন স্টেডিয়াম ট্যুরের (Reputation Stadium Tour) পর এটাই টেলরের সবচেয়ে ব্যয়বহুল ট্যুর। টেলর এখনও পর্যন্ত মোট ১০টি অ্যালবাম প্রকাশ করেছেন। মূলত প্রতিটি অ্যালবামের বাছাই করা গানই গাইছেন তিনি। সম্প্রতি দ্য এরাস ট্যুর হয়ে গেল আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার স্যান্টা ক্লারায় (Santa Clara) গত শনিবার ছিল ইউএস লেগের শেষ পর্ব। আর মঞ্চে ওঠার আগেই টেলর যা করলেন, তার জন্য গোটা দুনিয়া তাঁকে বাহবা দিচ্ছে।