অনেকদিন পর তিনি বড় পর্দায় ফিরছেন। কয়েক মাস আগে ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় এই ছবির সিক্যুয়াল ঘোষণা করেছিলেন ধর্মেন্দ্র পুত্র। কিছুদিন আগে সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছিল এ ছবির শুটিং। আবার তারা সিং হিসেবে নিজেকে বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন ‘গদর: এক প্রেম কথা’ হিরো। বছর কুড়ি ব্যবধানে ফের বড় পর্দায় আসতে চলেছে সিক্যুয়েল ছবি ‘গদর ২’। পুরনো সেই প্রেক্ষাপট অনুযায়ী অভিনেতা সানি দেওল এবং অভিনেত্রী আমিশা প্যাটেল এবারেও নিজেদের চরিত্রে থাকছেন। সীমান্তবর্তী এলাকায় ছবির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। ছবির মুখ্য অভিনেতা সানি দেওয়াল তারাসিং চরিত্রে তাঁর প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। প্রথম পর্বের শুটিং শেষ হবার খবর দিয়ে তারা সিং এরর দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পুরনো কোনো অতুলনীয় চরিত্রে অভিনয় করার সুযোগ খুব কম মানুষের হয়। সেই হিসেবে আমি যথেষ্ট ভাগ্যবান যে কুড়ি বছর পরে তারা সিং এর ভূমিকায় আবার নিজেকে পর্দায় তুলে ধরব’। পিছিয়ে ছিলেন না আমিশা নিজেও। নেপথ্যের অনেক ছবি তিনি দর্শকদের জন্য শেয়ার করেছেন। আবার সাকিনা চরিত্রে অভিনয় করতে পেরে তিনি যথেষ্ট আবেগঘন পোস্ট করেছেন। পাশাপাশি ছবিতে থাকছেন পরিচালক-পুত্র উৎকর্ষ শর্মা। ছবির পরিচালক অনিল শর্মা জানিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রের টাইটানিক এই ছবি। দর্শক অসম্ভব পছন্দ করেছিল এই ছবিকে। আবার বক্স অফিসে আলোড়ন তুলতে সদলবলে তৈরি হচ্ছে ‘গদর ২’। দর্শকদের মনোরঞ্জন করার জন্য এবার আরো বেশি আশাবাদী ছবির পরিচালক।