টলি পাড়ার সিরিয়াল দুনিয়ায় এখন শুধুই গুড নিউজ। দুদিন আগেই মা হয়েছেন সিরিয়াল অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী। যদিও তিনি এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে ছিলেন। পরে অবশ্য তা স্বীকার করে নিয়েছিলেন। এবার গুঞ্জন শোনা যাচ্ছে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের
মা-ভবতারিণী অর্থাৎ তনুশ্রী ভট্টাচার্য নাকি অন্তঃসত্ত্বা! শীঘ্রই নাকি তিনিও মা হতে চলেছেন। শোনা যাচ্ছে সেই জন্যই নাকি তিনি কাজ থেকে বিরতি নিয়েছেন। খুব তাড়াতাড়ি সেই কারণে সিরিয়ালে মা ভবতারিণীর চরিত্রে অন্য কাউকে দেখা যাবে। এযাবৎকাল এই চরিত্রে তনুশ্রীর সাবলীল অভিনয় দর্শকদের আকৃষ্ট করেছে। তাই সুখবর পাওয়ার আশায় থাকলেও একটু বিষাদের সুর জড়িয়ে গেছে তনুশ্রীর গলায়। যদিও তার জায়গায় কি অভিনয় করবে তা এখনো চূড়ান্ত হয়নি। সিরিয়ালের আরেক অভিনেতা শমীক বোস এর সঙ্গেই তিনি সাতপাকে বাঁধা পড়ে ছিলেন রিয়েল লাইফে। তনুশ্রী এই জনপ্রিয় ধারাবাহিক ছাড়াও ‘কি করে বলবো তোমায়’ তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।