মুম্বই: গ্ল্যামার দুনিয়াকে বহু আগেই বিদায় জানিয়েছেন তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। বর্তমানে আধ্যাত্মিক জীবনযাপনে ব্যস্ত অভিনেত্রী। এবার গঙ্গায় ডুব দিতেই কটাক্ষের শিকার হলেন বঙ্গ সুন্দরী তনুশ্রী দত্ত। সম্প্রতি বারণসী ঘুরতে গিয়েছিলেন প্রাক্তন নায়িকা। কাশীর গঙ্গাঘাটে স্নানও করেন তনুশ্রী। তবে গঙ্গার জলে ডুব দিতে দেখে নেটিজেনদের মন্তব্যের জয়ারে ভাসলেন অভিনেত্রী।
তনুশ্রীর পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, বারাণসীর কাশী বিশ্বনাথের মনিকর্ণিকা ঘাটে ডুব দিচ্ছেন তিনি। পরনে সাদা সালোয়ার কামিজ, কপালে রয়েছে চওড়া তিলক। একজন নেটিজেন এই ভিডিয়োর কমেন্ট বক্সে লেখেন, ত্বকের রোগ হবে, তৈরি থাকুন। অপর একজন লেখেন, অত্যাধিক অন্ধবিশ্বাস। তাই বলে এই নোংরা জলে স্নান করলেন?
আরও পড়ুন: মাতৃত্বের গ্লো উপছে পড়ছে অভিনেত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বেবিবাম্পের ছবি
তনুশ্রীকে একজন লিখেছেন, তনু মনিকর্ণিকা ঘাটে মৃত দেহ পোড়ানো হয়। ওখানে কেন স্নান করলে তুমি? গঙ্গা এখন অন্যতম দূষিত নদী। তাও আবার তুমি মরা পোড়ানোর ঘাটে স্নান করলে! না করলেই ভালো হত। এদিন তাঁর জবাবে তনুশ্রী লিখেছেন, হে ভগবান। আমি তো এইসব জানতামই না। জলে ডুব তো দিয়ে ফেলেছি, এবার যা হবে সেটা দেখা যাবে। আশা করি আমি ঠিকই থাকব। তনুশ্রী আরও বলেন, তিনি নিজের ধর্মবিশ্বাসে ভর করেই গঙ্গায় স্নান করেছেন। তিনি অনেক কিছু উপলদ্ধি করেছেন। এই জলের মধ্যে একটা অদ্ভূত ধরনের এনার্জি রয়েছে বলে জানান বঙ্গসুন্দরী তনুশ্রী।