মুম্বই ; বিজয় ভার্মার(Vijay Varma) পর এবার জন আব্রাহামের(John Abraham) সঙ্গে জুটি বাঁধলেন তামান্না ভাটিয়া(Tamannah Bhatia)। ইতিমধ্যেই রাজস্থানে শুরু হয়ে গিয়েছে পরিচালক নিখিল আডবানির(Nikhil Advani) ছবি অ্যাকশন ফিল্ম(Action Film) বেদা(Vedaa)-র শ্যুটিং। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন জন আব্রাহাম ও শর্বরী ওয়াহ(Sharvari Wagh)।পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পাতাললোক(Patallok) খ্যাত অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।জানা যাচ্ছে,ছবিতে জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।বৃহস্পতিবারই বেদা-র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন লাস্ট স্টোরিজ ২(Last Stories 2) খ্যাত এই অভিনেত্রী।পরিচালক নিখিল আডবানির বেদা ছবিতে থাকছে হাই অক্টেন সব অ্যাকশন সিক্যুয়েন্স(High Octane Action Sequences)।যে সব দৃশ্যে দেখা যাবে জন আব্রাহাম,শর্বরী ওয়াহ এবং তামান্না ভাটিয়াকে।২০২৪ সালে বেদা মুক্তি পাবে বলেই জানাচ্ছেন নির্মাতারা।বেদা-র শ্যুটিংয়ে যোগ দিয়ে বেজায় খুশি তামান্না ভাটিয়া।
অভিনেত্রী জানিয়েছেন,পরিচালক নিখিল আডবানির ছবির গল্প বলার এক অদ্ভূত স্টাইল রয়েছে।যা দারুণ পছন্দ করেন তিনি।এই প্রথমবার পরিচালকের ছবিতে কাজের সুযোগ পেয়ে আনন্দিত তামান্না।জনের সঙ্গেও এই প্রথমবার অভিনয় করছেন। সবমিলিয়ে বেদা-র শ্যুটিংয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হবে বলেই মনে করছেন লাস্ট স্টোরিজ ২-র অন্যতম অভিনেত্রী।
View this post on Instagram
একদিকে নেটফ্লিক্সের অ্যান্থলজি ফিল্ম লাস্ট স্টোরিজ ২,অন্যদিকে ওয়েব সিরিজ জি করদা।দুটি ওটিটি প্রজেক্টেরই অন্যতম আকর্ষণ হয়ে ধরা দিয়েছেন তামান্না ভাটিয়া।অভিনয়ের থেকেও বেশি নায়িকা চর্চায় রয়েছেন যৌন দৃশ্যের জন্য।লাস্ট স্টোরিজ ২ তে বয়ফ্রেন্ড বিজয় ভার্মার সঙ্গে একটি ঘনিষ্ঠ যৌন দৃশ্যে দেখা গিয়েছে তামান্নাকে।অন্যদিকে জি করদা ওয়েব সিরিজেও রয়েছে তামান্না ও অভিনেতা সোহেল নায়ারের একটি বেড সিন।যা নিয়ে নেটদুনিয়ার চর্চার শেষ নয়।তবে আপাতত যৌনতাকে ছুটি দিয়ে এবার নিখিল আডবানির অ্যাকশন ফিল্ম বেদা-র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন তামান্না ভাটিয়া।পাশাপাশি ছবিতে দেখা যাবে জন আব্রাহাম,শর্বরী ওয়াহ,অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও অনেককে।