ওয়েব ডেস্ক: অনেক হিট ছবিতে আইটেম গানে নাচতে দেখা গেছে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়াকে(Tamannaah Bhatia)। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত, গত বছর ‘আজ কি রাত'(AAj Ki Raat Song) গানে তিনি নিচে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। এবার নতুন এক আইটেম গানে দেখা যাবে এই ‘মিল্কি বিউটি’কে। দক্ষিণী ছবি থেকে উঠে আসা এই নায়িকার প্যানইন্ডিয়া অনুরাগের সংখ্যা যথেষ্ট চোখে পড়ার মতো।
একটি সর্বভারতীয় ম্যাগাজিনের সংবাদ অনুযায়ী অজয় দেবগনকে(Ajay Devgan) নিয়ে পরিচালক রাজকুমার গুপ্তা(Raj Kumar Gupta) ‘রেইড টু’ (Raid 2)শীর্ষক একটি ছবি নির্মাণ করতে চলেছেন। এই ছবিটি আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। জানা যাচ্ছে ইতিমধ্যেই মুম্বইয়ে গানটির শুটিংয়ে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী। চিত্রনাট্যে এই আইটেম সংটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন:জন্মদিনে বিজয়ের সঙ্গেই ছিলেন রশ্মিকা!
তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে ‘রেইড টু’ সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন। শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘কাভালা’, এবং ‘আজ কি রাত’-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক। ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।
সূত্রের খবর অনুযায়ী, “ট্র্যাকটি গ্ল্যামারাস, যেখানে সিকুইন পোশাক পরে তামান্না তার সিগনেচার নাচ পরিবেশন করবেন। এটা নিশ্চিত করা হয়েছে যে, এ গানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন না তামান্না। তবে এ গানের গায়িকাকে গোপন রেখেছেন নির্মাতারা।”
‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।