‘তখত্’ এখন অতীত, ধর্মা প্রোডাকশনের একমাত্র লক্ষ্য এখন রকি আর রানির প্রেমকাহিনি। আজ্ঞে হ্যাঁ, ঠিকই ধরেছেন! অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল করণ জোহরের ‘তখত্’- এর শ্যুটিং। বদলে ধর্মা প্রোডাকশন এখন সব নজরটাই দিতে চায় ‘রকি অওর রানি কি প্রেমকাহানি’-তে। ছবিতে করণের রকি রণবীর সিং আর রানির চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। রণবীর আর আলিয়া কিন্তু ‘তখত’-এর স্টারকাস্টের অন্যতম ছিলেন।
ধর্মা প্রোডাকশনের ‘তখত’ সংক্রান্ত সমস্ত তোড়জোড় বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে আজকের দিনে কেউ আর মোঘল সাম্রাজ্যের বিতর্কিত অধ্যায় নিয়ে আগ্রহী নন, বরং সকলেই এখন ক্রিপসি অ্যান্ড ট্রেন্ডি লাভস্টোরি দেখতেই পছন্দ করেন। সে হিসেবে রকি আর রানির প্রেমকাহিনি দর্শকের কাছে হটকেক হতেই পারে। ‘তখত’-এর প্রি প্রোডাকশনে অনেকটাই খরচ করেছিল ধর্মা প্রোডাকশন। রাজকীয় সেটে বানানো হয়েছিল, চলছিল স্ক্রিপ্ট রিডিং সেশনও। তবে ইন্ডাস্ট্রির বর্তমান যা পরিস্থিতি তাতে প্রোডাকশন কস্ট বাড়ানোতে সম্মতি নেই কারুরই।
প্রথমে ধর্মা প্রোডাকশনের সঙ্গে ‘তখত’-এর কো- প্রোডাকশনের দায়িত্বে ছিল ফক্স স্টার। পরবর্তী সময়ে ফক্স স্টার প্রযোজনা থেকে সরে আসায় ‘তখত’-এর কো প্রোডাকশনের দায়িত্বে আসে ডিজনি প্লাস হটস্টার। এত কিছুর পরও আপাতত বন্ধই রইল ‘তখত’-এর প্রোডাকশন সংক্রান্ত সব রকমের কাজ। কেউ কেউ অবশ্য ‘তখত’-এর কাজ বন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে আর্থিক টানাটানিকেই দায়ি করছেন। বিশাল সেটে মোঘল আমলের বিতর্কের পিছনে জল না ঢেলে বরং কমেডির মোড়কে প্রেমের গল্প দেখতেই বেশি পছন্দ করবেন দর্শকরা, এ নিয়ে কোনও দ্বিমতই নেই।