পরিচালক মিলন লুথরিয়ার ‘তড়প’ ছবিতে অভিনয় করে বলিউডে ডেবিউ করছেন সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি।মুক্তি পেল ছবির অ্যাকশন এবং রোম্যান্সে ভরপুর ট্রেলার।‘তড়প’-এ আহানের নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তারা সুতারিয়াকে।দীর্ঘ দুই বছর পর ফের ছবিতে দেখা যাবে তাঁকে।‘তড়প’-এর ট্রেলারে তারা সুতারিয়াকে দুর্দান্ত লাগছে তো বটেই,তবে রাফ অ্যান্ড টাফ লুকে আলাদা করে নজর কাড়লেন আহান।আগামী ৩ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘তড়প’।কিন্তু তার আগে ছবির মারকাটারি ট্রেলার রইল শুধুমাত্র আপনাদের জন্য।
আরও পড়ুন – ডিসেম্বরে আসছে ‘তড়প’