নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তাপসী।সদ্যই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ক্রিকেটার মিতালি সিংয়ের বায়োপিক ‘সাব্বাস মিতু’-র শ্যুটিং শেষ করেছেন তিনি।অবশ্য তাতে তাপসীর ছুটি নেই,কারণ তার একাধিক ছবির শ্যুটিং বাকি রয়েছে।‘সাব্বাস মিতু’-র শ্যুটিং শেষ করেই রাজস্থানের জয়পুরে নতুন ছবির শ্যুটিংয়ে নেমে পড়েছেন বলি অভিনেত্রী।ছবির নাম ‘ওহ লড়কি হ্যায় কাহান’ ,ছবির পরিচালক আরশাদ সৈয়দ।প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক।
Pratik Gandhi and I are all set to find his missing bride in Junglee Pictures & Roy Kapur Films’ next comedy-drama #WohLadkiHaiKahaan?
Here’s the #FirstLook!! ? @pratikg80 @JungleePictures @roykapurfilms @justarshad #SiddharthRoyKapur pic.twitter.com/IwOUu0MPeW— taapsee pannu (@taapsee) November 15, 2021
‘ওহ লড়কি হ্যায় কাহান’ ছবিতে তাপসী পান্নুর বিপরীতে রয়েছেন ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত ‘হারসাদ মেহতা’ ওরফে প্রতীক গান্ধী।তবে নতুন এই কমেডি ড্রামাতে একেবারেই অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে।ফার্স্টলুকে তাপসীর দেখা মিলেছে পুলিশ অফিসারের লুকে।
এই প্রথমবার ছবিতে পুলিশের রোল প্লে করতে চলেছেন থাপ্পড়ের নায়িকা।এবং প্রতীককে দেখা গিয়েছে দুলহার বেশে।‘ওহ লড়কি হ্যায় কাহান’ যে বেশ মজাদার ছবি হতে চলেছে তা কিন্তু ফার্স্টলুক দেখেই বেশ বোঝা যাচ্ছে।